Occasions When Making Rotis Is Inauspicious: এই তিথিগুলিতে রুটি তৈরি করবেন না বাড়িতে, সংসারে নেমে আসবে অভাবের কালো ছায়া
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Occasions When Making Rotis Is Inauspicious: রীতি অনুযায়ী কিছু পার্বণ ও অনুষ্ঠানে বাড়িতে রুটি তৈরি নিষিদ্ধ
advertisement
1/7

ভারতীয় আহারে সিংহভাগ জায়গা জুড়ে আছে রুটি৷ সেঁকা রুটি, রুমালি রুটি, নান, তন্দুরি-নানা ভাবে রান্না করে খাওয়া হয় রুটি৷
advertisement
2/7
তবে রীতি অনুযায়ী কিছু পার্বণ ও অনুষ্ঠানে বাড়িতে রুটি তৈরি নিষিদ্ধ৷ বলেছেন পণ্ডিত ঋষিকান্ত মিশ্র৷ উল্লেখ করেছেন সেরকমই কিছু পার্বণের কথা৷
advertisement
3/7
নাগপঞ্চমীতে বাড়িতে রুটি তৈরি করা উচিত নয়৷ কারণ মনে করা হয় এই তিথিতে উনুনে চাটু পোড়ানো ঠিক নয়৷ সংসারে আর্থিক অনটন নেমে আসে৷ তবে লুচি পরোটা খাওয়া যায়৷
advertisement
4/7
শারদ পূর্ণিমা বা কোজাগরী পূর্ণিমায় দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়৷ এই তিথিতে চাটু পুড়িয়ে রুটি তৈরি করা অশুভ বলে মনে করা হয়৷ পরিবর্তে প্রসাদ হিসেবে লুচি-পায়েস গ্রহণ করার বিধান দেন পণ্ডিত ঋষিকান্ত মিশ্র৷
advertisement
5/7
শীতলা অষ্টমীতে ভোগ প্রসাদ নিবেদন করা হয় শীতলা মাতাকে৷ এই তিথিতেও রুটি তৈরি অশুভ বলে মনে করা হয়৷
advertisement
6/7
দীপাবলির সঙ্গেও জুড়ে আছে মা লক্ষ্মীর আবাহন৷ তাই এই তিথিতেও বাড়িতে রুটি তৈরি করতে নিষেধ করা হয়৷
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Occasions When Making Rotis Is Inauspicious: এই তিথিগুলিতে রুটি তৈরি করবেন না বাড়িতে, সংসারে নেমে আসবে অভাবের কালো ছায়া