TRENDING:

ডিনারে এই খাবারগুলো খাচ্ছেন নাকি? রাতে পাতে পড়লেই সর্বনাশ...! রোগে ঝাঁঝরা শরীর

Last Updated:
Unhealthy Dinner: রাতের খাবার শুধু পেট ভরানোর জন্য নয়—এটা হজম, পুষ্টি শোষণ ও ঘুমের মান ঠিক রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কী খাবেন আর কী খাবেন না? জেনে নিন।
advertisement
1/10
ডিনারে এই খাবারগুলো খাচ্ছেন নাকি? রাতে পাতে পড়লেই সর্বনাশ...! রোগে ঝাঁঝরা শরীর
রাতের খাবার ভারী হলে হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, ফুলে থাকা কিংবা ঘুমের ব্যাঘাত—সবই হতে পারে। বরং হালকা এবং পুষ্টিকর খাবার শরীরের মেটাবলিজম ঠিক রাখতে ও ঘুম ভাল করতে সাহায্য করে।
advertisement
2/10
রাতের খাবার শুধু পেট ভরানোর জন্য নয়—এটা হজম, পুষ্টি শোষণ ও ঘুমের মান ঠিক রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই কারণেই পুষ্টিবিদরা পরামর্শ দেন—রাতের খাবার হোক হালকা, সহজপাচ্য এবং স্বাস্থ্যকর। এতে হজম ঠিক থাকে এবং শরীরেও কোনও অস্বস্তি হয় না।
advertisement
3/10
স্বাস্থ্য ভাল রাখতে হলে রাতের খাবার কী খাচ্ছেন, কখন খাচ্ছেন—তা সচেতনভাবে ঠিক করা দরকার। কারণ হজম ঠিকমতো সম্পূর্ণ না হলে শরীর বিশ্রাম পায় না।সুস্থ থাকতে চাইলে রাতের খাবার ভাবনা-ভাবনা খেতে হবে। সঠিক ডিনার মানে ভাল হজম, ভাল ঘুম, আর তার মানে—শরীর ও মন দুটোই থাকবে ফিট।
advertisement
4/10
✅ রাতে খাওয়ার জন্য উপযুক্ত খাবার: 🔹 সবুজ শাকসবজি: ফাইবার ও ম্যাগনেশিয়ামে ভরপুর, হজম ভাল করে এবং পেট ফাঁপার সমস্যা কমায়।
advertisement
5/10
🔹 হোল গ্রেইন (স্প্রাউট, ব্রাউন রাইস): কমপ্লেক্স কার্বোহাইড্রেট, উচ্চ ফাইবার—পেট ভরে রাখে কিন্তু ভারী লাগে না। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে।
advertisement
6/10
🔹 লিন প্রোটিন (কম নুনে রান্না করা মুরগি, মাছ, লো-ফ্যাট পনির): সহজে হজম হয়, মানসিক প্রশান্তি দেয়। কিছু মাছের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ঘুম উন্নত করে।
advertisement
7/10
🔹 বাদাম ও বীজ (আমন্ড, চিনেবাদাম, ফ্ল্যাক্স সিড): ঘুম বাড়াতে সাহায্য করে এমন উপাদান যেমন ম্যাগনেশিয়াম ও ট্রিপটোফ্যানে ভরপুর। রাতের ক্ষুধা কমায় এবং ভাল ফ্যাট দেয়।
advertisement
8/10
❌ রাতে যেসব খাবার এড়ানো উচিত: 🔸 ভাজাভুজি ও অতিরিক্ত তেলে বানানো খাবার: পচনশীল, হজমে দেরি হয়, পেটে ভার লাগে।
advertisement
9/10
🔸 ক্যাফেইন ও অতিরিক্ত চিনি: ঘুমের ব্যাঘাত ঘটায়, ঘুমোতে সমস্যা হয় কিংবা ঘুম ভেঙে যায় বারবার।
advertisement
10/10
🔸 অতিরিক্ত মাংস: হজম হতে সময় লাগে, শরীরে অস্বস্তি হয় ও ঘুমে ব্যাঘাত ঘটায়। বিশেষজ্ঞ চিকিৎসক ডঃ পল রবসন জানিয়েছেন, ঘুমোতে যাওয়ার অন্তত ২ ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নেওয়া উচিত।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ডিনারে এই খাবারগুলো খাচ্ছেন নাকি? রাতে পাতে পড়লেই সর্বনাশ...! রোগে ঝাঁঝরা শরীর
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল