Ashoka Tree Bark Benefits: মহিলাদের স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী এই গাছের ছাল! পিরিয়ডের ব্যথা থেকে ত্বকের সমস্যা, একাধিক রোগের মহৌষধ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
আয়ুর্বেদিক চিকিত্সক ড: বিভা বর্মার জানালেন কোন কোন রোগের চিকিৎসায় কাজে লাগে অশোক গাছের ছাল৷
advertisement
1/7

কিছু গাছের ওষধিয় গুণ জানলে অবাক হতে হয়। যা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এমনই একটি গাছ হল অশোক গাছ। বিশেষত মহিলাদের বিভিন্ন রকম সমস্যায় ভীষণ উপকারী এই গাছ।
advertisement
2/7
আয়ুর্বেদিক চিকিত্সক ড: বিভা বর্মার জানালেন কোন কোন রোগের চিকিৎসায় কাজে লাগে অশোক গাছের ছাল৷
advertisement
3/7
পিরিয়ডের ব্যথা থেকে মুক্তি দেয়: বিশেষজ্ঞদের মতে, অশোক গাছের ছাল খেলে করলে পিরিয়ডের সময় ব্যথা ও ক্র্যাম্প কমাতে সাহায্য করে। এই ব্যথা থেকে মুক্তি পেতে অশোক ছালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে এই সমস্যা বাড়লে চিকিৎসকের পরামর্শ খুবই জরুরি।
advertisement
4/7
হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাবের ক্ষেত্রে উপকারী: অশোক গাছের ছাল সাদা স্রাব অর্থাৎ মহিলাদের লিউকোরিয়া সমস্যা নিরাময়ের জন্য খুবই উপকারী ওষুধ। এটি ব্যবহার করতে অশোকের ছাল জলে ফুটিয়ে চায়ের মতো খান। তবে মনে রাখবেন, জল অর্ধেক না হওয়া পর্যন্ত ফোটাতে থাকুন।
advertisement
5/7
হাড়ের জন্য উপকারী: অশোকের ছাল হাড়ের জন্য খুব উপকারী বলে মনে করা হয়। আসলে, অশোক গাছের ছালে ফ্ল্যাভোনয়েড, ট্যানিন এবং অ্যানালজেসিকের মতো ঔষধি গুণ রয়েছে, যা হাড়ের জন্য অপরিহার্য উপাদান। এর নিয়মিত ব্যবহার হাড় মজবুত করে।
advertisement
6/7
ত্বকের জন্য উপকারী: ত্বকের সমস্যার ক্ষেত্রেও উপকারী অশোক গাছের ছাল। অশোকের ছালের গুঁড়ো জলে মিশিয়ে খান। এটায় রক্ত বিশুদ্ধ হয়৷ তৈলাক্ত ও নিস্তেজ ত্বকের সমস্যাও সেরে যায়।
advertisement
7/7
পেটের সমস্যা দূর করে: অশোক গাছের বাকল খেলে পেটের কৃমি সেরে যায়৷ বদহজম ও কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Ashoka Tree Bark Benefits: মহিলাদের স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী এই গাছের ছাল! পিরিয়ডের ব্যথা থেকে ত্বকের সমস্যা, একাধিক রোগের মহৌষধ