Ashadha Amavasya 2023: আসছে আষাঢ় অমাবস্যা কত ক্ষণ থাকবে এই পুণ্যতিথি, পুণ্যলাভের জন্য কী করবেন এই বিশেষ দিনে, জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Ashadha Amavasya 2023: প্রাচীন রীতি ও প্রচলিত মত অনুযায়ী আষাঢ় মাসের অমাবস্যা তিথি বা আষাঢ় অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
1/8

দোরগোড়ায় আষাঢ় মাস। এ বার আষাঢ় মাসের শুরুতেই পড়েছে অমাবস্যা তিথি। প্রাচীন রীতি ও প্রচলিত মত অনুযায়ী আষাঢ় মাসের অমাবস্যা তিথি বা আষাঢ় অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
2/8
দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী এ বছর আষাঢ় অমাবস্যা তিথি শুরু হবে শনিবার, ১৭ জুন সকাল ৯ টা ১৩ মিনিটে। এই পুণ্য তিথি থাকবে ১৮ জুন রবিবার সকাল ১০ টা ৮ মিনিট ৬ সেকেন্ড পর্যন্ত।
advertisement
3/8
পবিত্র এবং পুণ্য এই তিথিতে পিতৃ তর্পণের রীতি পালন করা হয়। এই তিথিতে পবিত্র নদী সঙ্গমে স্নান করেন পুণ্যার্থীরা।
advertisement
4/8
আষাঢ় অমাবস্যা তিথির সকালে স্নান সেরে অর্ঘ্য নিবেদন করা হয় সূর্যদেবের প্রতি।
advertisement
5/8
এই পবিত্র দিনে পূর্বপুরুষদের প্রতি নিবেদন করা হয় শ্রদ্ধার্ঘ্য।
advertisement
6/8
এই পুণ্যতিথিতে উপবাস ব্রত পালন করে দানধ্যানও করেন ভক্তরা।
advertisement
7/8
যদি আষাঢ় অমাবস্যা সোমবারে পড়ে, তাহলে একে বলা হয় সোমবাতি অমাবস্যা। যদি শনিবারে পড়ে তাহলে একে বলা হয় শনি অমাবস্যা।
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Ashadha Amavasya 2023: আসছে আষাঢ় অমাবস্যা কত ক্ষণ থাকবে এই পুণ্যতিথি, পুণ্যলাভের জন্য কী করবেন এই বিশেষ দিনে, জানুন