TRENDING:

Art & Autumn 2024: খামখেয়ালের আয়োজনে হয়ে গেল দশম প্রদর্শনী; উপস্থিত হয়েছিলেন টলিউডের স্বনামধন্য ব্যক্তিত্বরা

Last Updated:
Art and Autumn, Lifestyle Exhibition & Open Mic: সম্প্রতি গ্যালারি গোল্ডে অনুষ্ঠিত হয়ে গেল খামখেয়াল আয়োজিত দশম প্রদর্শনী Art & Autumn 2024। সেই আসরে হাজির হয়েছিল মোট ২৬টি ব্র্যান্ড। মূলত শিল্পকর্মের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত শিল্পীদের কিংবা উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করাই খামখেয়ালের উদ্দেশ্য।
advertisement
1/5
খামখেয়ালের আয়োজনে হয়ে গেল জমজমাট Art & Autumn 2024; প্রদর্শনীতে চাঁদের হাট
সম্প্রতি গ্যালারি গোল্ডে অনুষ্ঠিত হয়ে গেল খামখেয়াল আয়োজিত দশম প্রদর্শনী Art & Autumn 2024। সেই আসরে হাজির হয়েছিল মোট ২৬টি ব্র্যান্ড। মূলত শিল্পকর্মের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত শিল্পীদের কিংবা উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করাই খামখেয়ালের উদ্দেশ্য। আর সেই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলা তথা গোটা দেশের সনাতনী শিল্প এবং আধুনিক শিল্পকে কাজে লাগিয়ে দৈনন্দিন জীবনের ব্যবহারযোগ্য জিনিস মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
advertisement
2/5
তবে এই মুহূর্তে শহরের পরিস্থিতি উত্তাল। আর এহেন পরিস্থিতিতে খামখেয়ালের বার্তা, ভাল থাকা। আর এই ভাল থাকার মধ্যেই প্রতিবাদ, প্রতিরোধ, দিনযাপন - এই সব কিছুই মিশে যাক। খামখেয়াল আয়োজিত এই দশম প্রদর্শনী Art & Autumn 2024-এ হাজির হয়েছিলেন প্রচুর মানুষ। যোগ দিয়েছিলেন বহু গুণীজনেরাও।
advertisement
3/5
খামখেয়ালের তরফে জানানো হয়েছে যে, এই প্রদর্শনীতে সামিল হয়েছিলেন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা অভিজিৎ গুহ, অভিনেত্রী অপরাজিতা ঘোষ, চলচ্চিত্র পরিচালক-গীতিকার-সুরকার-গায়ক-অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ও।
advertisement
4/5
এখানেই শেষ নয়, খামখেয়ালের তরফে জানানো হয়েছে, “খামখেয়ালের সমস্ত প্রদর্শনীর মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই যে, আজকের এই কর্পোরেট বাজারিকরণের বিপরীতে গিয়ে যাঁরা স্রোতের উল্টো দিকে নিজেদের কাজ নিয়ে নিজেদের পরিচয় তৈরি করছেন, তাঁরা সত্যিই অসামান্য। আমাদের গোটা দেশে এমন বহু শিল্পীই রয়েছেন, যাঁদের কথা এখনও পর্যন্ত মানুষের কাছে পৌঁছয়নি। ফলে কালের নিয়মে সেই সমস্ত শিল্পীদের সঙ্গে সঙ্গে তাঁদের কাজটাও লুপ্ত হয়ে যাবে এক দিন।”
advertisement
5/5
খামখেয়ালের তরফে আরও জানানো হয়েছে যে, “এই সময়ে দাঁড়িয়ে অনেকটা পথ হাঁটা বাকি। শহর, শহরতলি, গ্রাম - সব জায়গার মানুষ একসঙ্গে প্রদর্শনী করবেন। সব মানুষের জন্য কেনাবেচা, গান-বাজনা, আনন্দ করা এবং কথা বলার সুযোগ থাকবে। আর এটাই আমাদের উদ্দেশ্য। কারণ কথা বলার জায়গাটা আরও অনেক বড় করা দরকার। জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গ এবং পেশার উর্ধ্বে গিয়ে সকলে এক হন, কথা বলুন, শিল্প ও শৈল্পিকযাপনের পাশে থাকুন - এই লক্ষ্যেই খামখেয়ালের পথ চলা।”
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Art & Autumn 2024: খামখেয়ালের আয়োজনে হয়ে গেল দশম প্রদর্শনী; উপস্থিত হয়েছিলেন টলিউডের স্বনামধন্য ব্যক্তিত্বরা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল