TRENDING:

Termites: উপর থেকে সহজে কিছু বোঝা যায় না, আসবাবে উই ধরেছে কি না কীভাবে বুঝবেন? জেনে নিন উই তাড়ানোর ঘরোয়া উপায়ও

Last Updated:
Are Termites Eating Your Home: কিছু কিছু প্রাণী আছে, যাদের উপস্থিতি প্রায় সব বাড়িতেই চোখে পড়ে। ইঁদুর, আরশোলা, টিকটিকি, পিঁপড়ে, মশা, মাছি- এরা বাস্তুতন্ত্রেরই অংশ, বাড়িতে থাকবেই। মানুষকে এদের উপস্থিতি বাঁচিয়ে সাবধানে চলতে হয়। গৃহস্থের বসতবড়িতে তেমনই এক উপদ্রবের নাম হল উইপোকা।
advertisement
1/8
উপর থেকে সহজে কিছু বোঝা যায় না, আসবাবে উই ধরেছে কি না কীভাবে বুঝবেন? জানুন তাড়ানোর উপায়
কিছু কিছু প্রাণী আছে, যাদের উপস্থিতি প্রায় সব বাড়িতেই চোখে পড়ে। ইঁদুর, আরশোলা, টিকটিকি, পিঁপড়ে, মশা, মাছি- এরা বাস্তুতন্ত্রেরই অংশ, বাড়িতে থাকবেই। মানুষকে এদের উপস্থিতি বাঁচিয়ে সাবধানে চলতে হয়। গৃহস্থের বসতবড়িতে তেমনই এক উপদ্রবের নাম হল উইপোকা। (Photo Credit: AFP)
advertisement
2/8
উইপোকা উপরে লেখা সবকটা প্রাণীর মধ্যে সবচেয়ে বিধ্বংসী বলাই যায়! কেন না, সহজে এদের চোখে পড়ে না। কাঠের উপরের অংশ অবিকল এক থাকে, কিন্তু তা ভিতর থেকে ফাঁপরা করে দিতে শুরু করে এরা। ফলে, যখন এদের উপস্থিতি টের পাওয়া যায়, অনেকটাই ক্ষতি হয়ে যায়। তাহলে আসবাবে উই ধরেছে কি না তা কীভাবে বোঝা যাবে? (Representative AI Image)
advertisement
3/8
প্রথম এবং সবচেয়ে সহজ উপায় হল মাঝে মাঝেই বাড়ির কাঠের আসবাবে টোকা দিয়ে দেখা। উই না ধরলে শক্ত আওয়াজ হবে। আর উই ধরলে একটা ফাঁপা আওয়াজ হবে। (Representative AI Image)
advertisement
4/8
তবে, এটাই যথেষ্ট নয়! উই ধরার আগেই সতর্ক থাকা দরকার। তাই বাড়ির আসবাবের কোণ, দরজা আর জানলার কোণ ভাল ভাবে মাঝে মাঝেই পরীক্ষা করা দরকার। উইপোকা সাধারণত স্যাঁতসেঁতে, ঠান্ডা জায়গা পছন্দ করে। তাই গরমেও ঘরের এই সব কোণে এদের উপদ্রব বাড়ে। এরা সাধারণত একটা মাটির সুড়ঙ্গপথ বানিয়ে কাঠের ভিতরে ঢোকে। তাই, কাঠের আসবাব, দরজা, জানলার কাছে মাটি জমছে দেখলেই তা ভেঙে জায়গাটা পরিষ্কার রাখতে হবে। (Representative AI Image)
advertisement
5/8
পরের ধাপে অনেকেই বলবেন পেস্ট কন্ট্রোলের কথা। তবে, রাসায়নিক স্প্রে করা ছাড়াও উই তাড়ানোর কিছু ঘরোয়া উপায় রয়েছে। এদের মধ্যে সবার আগে ভিনিগারের কথা বলা যায়। ভিনিগার প্রাকৃতিক ভাবে জীবাণু ধ্বংস করে। জলের সঙ্গে ভিনিগার মিশিয়ে কাঠের আসবাবে, দরজা, জানলায় স্প্রে করা যায়। শুকিয়ে গেলে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেওয়া দরকার। (Representative AI Image)
advertisement
6/8
বাড়ির আসবাব, দরজা, জানলার ক্ষতি রোধ করতে বোরাক্স পাউডারও ব্যবহার করা যেতে পারে। এক চা চামচ বোরাক্স পাউডার ২৫০ মিলি গরম জলের সঙ্গে মিশিয়ে উইপোকা ধরা জায়গায় স্প্রে করা যায়। তবে, বোরাক্স স্প্রে করার সময় সতর্কতা অবলম্বন করা উচিত। (Representative AI Image)
advertisement
7/8
যদি উইপোকা ধরা আসবাবপত্র ৩ দিন সূর্যের আলোতে রাখা হয়, তাহলে তীব্র সূর্যের আলোতে উইপোকা মারা যাবে। এও এক সহজ উপায়! তবে, ক্ষতি হওয়ার আগেই সতর্ক থাকতে ঘরের স্যাঁতসেঁতে ভাব দূর করতে হবে। ঘর যতটা সম্ভব শুকনো রাখতে হবে। আসবাব, দরজা, জানলা নিয়মিত পরিষ্কার রাখতে হবে শুকনো কাপড় দিয়ে মুছে। এছাড়া, উইপোকারোধী কাঠের পালিশও ব্যবহার করা যায়, যাতে তারা ভিতরে ঢুকতে না পারে! (Representative AI Image)
advertisement
8/8
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Termites: উপর থেকে সহজে কিছু বোঝা যায় না, আসবাবে উই ধরেছে কি না কীভাবে বুঝবেন? জেনে নিন উই তাড়ানোর ঘরোয়া উপায়ও
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল