বাড়িভর্তি বিড়বিড় করছে সারি সারি 'পিঁপড়ে'...? তুড়িতে তাড়ান! শিখে নিন ছোট্ট সহজ 'টোটকা'!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Ants: নাম শুনলে অবাক হবেন। আপনার হাতের কাছেই কিন্তু মজুত রয়েছে এই জিনিস যা মুহূর্তের মধ্যে ম্যাজিকের মতো তাড়ায় পিঁপড়েদের। সবচেয়ে ভাল হল সম্পূর্ণ প্রাকৃতিক এই 'প্রতিকার'। তাই এর জেরে কোনও রাসায়নিক বিক্রিয়ারও বিন্দুমাত্র আশঙ্কা নেই।
advertisement
1/16

গরম ও বর্ষার মরশুম মানেই হাজার একটা উপদ্রব। এই সময় খাবারদাবার তো বটেই, জামাকাপড়-বিছানাপত্রও পিঁপড়ে বাহিনীর আক্রমণ থেকে রেহাই পায় না। আমরা অনেক সময় পিঁপড়ে তাড়াতে নানা রকম স্প্রে করে থাকি ঠিকই, কিন্তু কাজের কাজ কিছুই হয় না।
advertisement
2/16
আবার খাবার জিনিসপত্র, শোয়ার বিছানা-বালিশ অথবা জামাকাপড়ের উপর পোকা মারার ওষুধ ছড়ালে খুব সহজেই তার ক্ষতিকারক প্রভাব পড়তে পারে আমাদের শরীরে। তার চেয়ে চলুন আজ জেনে নেওয়া যাক এমন কয়েকটি মোক্ষম টোটকা যা নিমেষে পিপীলিকা-মুক্ত করবে আপনার ঘর-দোর। Representative Image
advertisement
3/16
নাম শুনলে অবাক হবেন। আপনার হাতের কাছেই কিন্তু মজুত রয়েছে এই জিনিস যা মুহূর্তের মধ্যে ম্যাজিকের মতো তাড়ায় পিঁপড়েদের। সবচেয়ে ভাল হল সম্পূর্ণ প্রাকৃতিক এই 'প্রতিকার'। তাই এর জেরে কোনও রাসায়নিক বিক্রিয়ারও বিন্দুমাত্র আশঙ্কা নেই। Representative Image
advertisement
4/16
চলুন দেখে নেওয়া যাক এই প্রতিকারগুলো ঠিক কী কী-তেজপাতা: পিঁপড়ের বংশ নির্মূল করতে তেজপাতা খুব কাজে দেয়। তেজপাতার গন্ধ পিঁপড়ে একেবারেই সহ্য করতে পারে না। তাই তেজপাতা গুঁড়ো করে ঘরের কোণায় কোণায় ছড়িয়ে দিন। Representative Image
advertisement
5/16
এই টোটকা মারাত্মক কাজে দেয়। একটাও পিঁপড়ে ঘরে আসবে না যদি ব্যবহার করা যায় সঠিক প্রয়োগে। পিঁপড়েরা রান্নাঘরের যেই কৌটোয় সবচেয়ে বেশি ঢুকে পরে তা হল চিনির কৌটো। এবার থেকে চিনির কৌটোতে জাস্ট ফেলে দিন কয়েকটা লবঙ্গ। এতে চিনির কৌটোতে কোনওভাবেই পিঁপড়ে হানা দেবে না, গ্যারান্টি। Representative Image
advertisement
6/16
গরমকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কেবল ঘরেই নয়, বাগানেও পিঁপড়ের সমস্যার মুখোমুখি হই। কোনওরকমে যদি বা পিঁপড়েদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া সহজ, কিন্তু একবার গাছে বাসা বাঁধলে, তাহলে আর রক্ষা নেই। Representative Image
advertisement
7/16
গাছের ডাল, শিকড় এবং মাটি-সহ সর্বত্র পিঁপড়ের ঝাঁক থাকে এবং এটি সরাসরি গাছের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। যার জেরে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, পাতা ঝরে পড়তে শুরু করে এবং গাছ ক্রমশ অসুস্থ হয়ে পড়ে। Representative Image
advertisement
8/16
এমন সময়ে, কেউ কেউ দ্রুত প্রতিকার হিসেবে গাছে কঠোর রাসায়নিক স্প্রে করে থাকেন। কিন্তু এটি গাছের শিকড়ের ক্ষতি করে এবং কখনও কখনও গাছের উপরও বিরূপ প্রভাব ফেলে। Representative Image
advertisement
9/16
সেই কারণেই আজ আমরা আপনাকে গাছ থেকে পিঁপড়ে তাড়ানোর এমন একটি দুর্দান্ত ঘরোয়া এবং প্রাকৃতিক কৌশল বলতে চলেছি যা কোনও রাসায়নিক ছাড়াই পিঁপড়েদের গাছ থেকে দূরে রাখবে। Representative Image
advertisement
10/16
কী কী লাগবে এই 'টোটকা' বানাতে?৫ গ্রাম বেকিং সোডা৫ মিলি নিম তেলসামান্য তরল সাবান বা লিক্যুইড সোপ (হাত ধোয়ার কাজও হবে) Representative Image
advertisement
11/16
এটা কী ভাবে বানাবেন?একটি পাত্রে সবকিছু এক সঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি খুব পাতলা তরলের মতো হওয়া উচিত। ভাল ভাবে মিশে গেলে, এটি একটি স্প্রে বোতলে ভরে নিন। আর তারপর এই প্রাকৃতিক পিঁপড়ে স্প্রে প্রস্তুত করে ফেলুন। Representative Image
advertisement
12/16
কখন ব্যবহার করবেন?এটি সকালে বা সন্ধ্যায় ব্যবহার করা ভাল। যখন রোদের তীব্রতা কম থাকে।স্প্রে করার সময় মাটি আর্দ্র আছে কিনা তা নিশ্চিত করুন।যেসব গাছে পিঁপড়ের সংখ্যা বেশি, সেখানে বেশি স্প্রে করুন। Representative Image
advertisement
13/16
আরও কিছু ট্র্যাডিশনাল প্রতিকার:দারুচিনি গুঁড়ো স্প্রে:দারুচিনির গুঁড়ো জলে মিশিয়ে তৈরি স্প্রে গাছে স্প্রে করলে পিঁপড়েরা খুব সহজেই পালানোর পথ পাবে না। এই প্রতিকারটি নিয়মিত করলে বাগান পিঁপড়ের হাত থেকে নিরাপদ থাকবে। Representative Image
advertisement
14/16
রসুন স্প্রে:পিঁপড়েরা রসুন একেবারেই সহ্য করতে পারে না। রসুন, খোসা-সহ, গুঁড়ো করে জলের সঙ্গে মিশিয়ে একটি প্রাকৃতিক স্প্রে তৈরি করুন। গাছের চারপাশে এই মিশ্রণটি স্প্রে করলে পিঁপড়ে মরে যায়। Representative Image
advertisement
15/16
কফি পাউডার:কফি পাউডার মাটির সঙ্গে মেশানো যেতে পারে, তবে এই টোটকা পিঁপড়ের উপর স্প্রে করলে ভাল প্রভাব পড়ে। Representative Image
advertisement
16/16
বিশেষ দ্রষ্টব্য:আপনি লবঙ্গ, চা গাছের তেল, অথবা পুদিনা পাতার নির্যাস ব্যবহার করেও গাছপালা পিঁপড়ে মুক্ত করতে পারেন। এই সুগন্ধি এবং প্রাকৃতিক উপাদানগুলি পিঁপড়েদের বাড়ি থেকে দূরে রাখে। Representative Image
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বাড়িভর্তি বিড়বিড় করছে সারি সারি 'পিঁপড়ে'...? তুড়িতে তাড়ান! শিখে নিন ছোট্ট সহজ 'টোটকা'!