Ant Prevention: বর্ষাকালে পিঁপড়ের উপদ্রবে জেরবার? রেহাই পান এই সহজ ঘরোয়া টোটকায়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Ant Prevention: বাড়িতে পিঁপড়ে বাহিনীর সমস্যা কমাতে বা এড়াতে বেশ কিছু টোটকা আছে
advertisement
1/9

বর্ষাকালে গৃহিণীদের সমস্যার শেষ থাকে না। তার মধ্যে অন্যতম হল পোকামাকড়ের উপদ্রব। বর্ষাকালে কীটপতঙ্গের উপদ্রব খুবই বেড়ে যায়। পিঁপড়ের জ্বালায় তো জেরবার হয়ে যান গিন্নিরা।
advertisement
2/9
বাড়িতে পিঁপড়ে বাহিনীর সমস্যা কমাতে বা এড়াতে বেশ কিছু টোটকা আছে। তার মধ্যে প্রথমেই আসে চকের কথা। পিঁপড়ের আসা যাওয়ার পথে চাকের দাগ টেনে দিন। চকের ক্যালসিয়াম কার্বনেট উপাদান নিয়ন্ত্রণ করবে পিঁপড়ের চলাচল।
advertisement
3/9
লেবুর খোসা বা টুকরো দিয়ে রাখুন পিঁপড়ে চলাচলের পথে। ঘর মোছার জলেও মেশাতে পারেন এই দু’টি উপাদান। কমবে পিঁপড়ের উপদ্রব।
advertisement
4/9
যেখানে পিঁপড়ের উপদ্রব আছে, সেখানে স্প্রে করুন গোলমরিচের গুঁড়ো মেশানো জল। এর ঝাঁঝে পিঁপড়ে মরবে না। তবে পিঁপড়ের উপদ্রব বন্ধ হবে।
advertisement
5/9
জল গরম করে তাতে নুন গুলে নিন। এ বার ওই মিশ্রণ ছড়িয়ে দিন ঘরের আনাচে কানাচে। রেহাই পাবেন সমস্যা থেকে।
advertisement
6/9
সম পরিমাণ জল আর ভিনিগার মিশিয়ে নিন। তার পর সেই মিশ্রণ স্প্রে করুন দরজা জানালার পাল্লা এবং ফ্রেমে। ছড়িয়ে দিন বাড়ির কোনায় কোনায়। কমবে পিঁপড়ের উপদ্রব।
advertisement
7/9
দারচিনি ও লবঙ্গগুঁড়োর সঙ্গে মেশান এসেনশিয়াল অয়েলের কয়েক ফোঁটা। সেটি স্প্রে করে দিন যেখানে যেখানে পিঁপড়ে ঢোকে, সেখানে।
advertisement
8/9
পুদিনাপাতার রস, এসেনশিয়াল অয়েল ১০ ফোঁটা করে মেশান এক কাপ জলে। তার পর ওই মিশ্রণ স্প্রে করুন ঘরের বিভিন্ন কোণে। এতে বাড়িতে সুন্দর গন্ধ থাকবে। দূর হবে পিঁপড়েও।
advertisement
9/9
পুদিনাপাতার রস, এসেনশিয়াল অয়েল ১০ ফোঁটা করে মেশান এক কাপ জলে। তার পর ওই মিশ্রণ স্প্রে করুন ঘরের বিভিন্ন কোণে। এতে বাড়িতে সুন্দর গন্ধ থাকবে। দূর হবে পিঁপড়েও।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Ant Prevention: বর্ষাকালে পিঁপড়ের উপদ্রবে জেরবার? রেহাই পান এই সহজ ঘরোয়া টোটকায়