Neetu Kapoor Singh beauty Secrets: ৬৩-তেও তরতাজা, চিরযৌবনা নীতু কাপুরের সৌন্দর্যের রহস্য ফাঁস!
- Published by:Madhurima Dutta
Last Updated:
Anti Aging Beauty Tips: যেন থমকে গিয়েছে বয়স! তাই তো ষাট পেরোলেও তিনি সেই আগের মতোই গ্ল্যামারাস সুন্দরী। রূপ এবং মনভোলানো হাসিতে আজও তিনি বর্তমান প্রজন্মের যে কোনও অভিনেত্রীকে অনায়াসে টেক্কা দিতে পারেন। তিনি আর কেউ নন, বলিউডের চিরযৌবনা অভিনেত্রী নীতু কাপুর (Neetu Kapoor)। অভিনেতা রণবীর কাপুরের (Ranbir Kapoor)-এর মা।
advertisement
1/8

ষাট-সত্তর-আশির দশকে নিজের কেরিয়ারের সোনালি দিনগুলোতে বিভিন্ন ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন নীতু (Neetu Kapoor)। সেই সময় তাঁর নিষ্পাপ সারল্যে ভরা সৌন্দর্য ভক্তদের মনে জায়গা করে নিয়েছিল। আজও ৬৩ বছর বয়সে এসেও ভক্তদের মনে রাজত্ব করছেন তিনি। তবে ঋষি কাপুরের (Rishi Kapoor) সঙ্গে বিয়ের পরে কেরিয়ারকে বিদায় জানিয়েছিলেন কাপুর পরিবারের এই বধূ। আবার ধীরে ধীরে রুপোলি পর্দার দুনিয়ায় কামব্যাক করেছেন নীতু। আর এই বয়সেও নীতু কাপুরের গ্ল্যামারের এতটুকু খামতি হয়নি। জেনে নেওয়া যাক, চিরযৌবনা নীতুর রূপের রহস্য।
advertisement
2/8
নীতুর কাছে বয়স যেন একটা সংখ্যা মাত্র! আর বয়সটা তাঁর সৌন্দর্যের ক্ষেত্রে এতটুকু বাধা হয়ে দাঁড়ায়নি। বরং তাঁর সৌন্দর্য দেখে মনে হয়, অভিনেত্রী যেন বয়সকেও হারিয়ে দিয়েছেন। নীতুর বয়স ৬৩ হলেও তাঁকে আরও ১০-১৫ বছরের ছোট বলে মনে হয়।
advertisement
3/8
প্রাকৃতিক ফেসপ্যাক ব্যবহার: রূপচর্চায় প্রাকৃতিক উপাদানের উপরেই ভরসা রাখেন নীতু। মুলতানি মাটি দিয়ে তৈরি প্রাকৃতিক ফেসপ্যাক ব্যবহার করেন অভিনেত্রী।
advertisement
4/8
ত্বকের জেল্লার রহস্য: ত্বকের জেল্লা ধরে রাখতে অভিনেত্রী নিয়মিত ডিটক্স ওয়াটার পান করেন। একটি জলের পাত্রে কয়েক টুকরো শশা ভিজিয়ে রেখে তৈরি ডিটক্স ওয়াটার খান তিনি। এই পানীয় ত্বকের স্বাভাবিক জেল্লার ক্ষেত্রে দারুণ কাজ করে।
advertisement
5/8
খাওয়াদাওয়ার উপর নজর: অভিনেত্রী একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, সব রকম ফ্যাটি খাবার এবং জাঙ্ক ফুড এড়িয়ে চলেন তিনি। শুধু তা-ই নয়, রোজকার খাবারেও তেলের পরিমাণ কমিয়ে নিজের ত্বককে সুন্দর ও তরতাজা রেখেছেন নায়িকা।
advertisement
6/8
ওয়ার্কআউট মাস্ট: সৌন্দর্য ধরে রাখতে এক্সারসাইজও আবশ্যক। এটাই মেনে চলেন হ্যান্ডসাম রণবীরের মা। তাঁর মতে, এক্সারসাইজ রক্ত সঞ্চালন বাড়ায় এবং ত্বকের কোষের যত্নেও সাহায্য করে।
advertisement
7/8
আনন্দে থাকা আবশ্যক: মন ভালো থাকলে তার প্রতিফলন চেহারাতেও ধরা পড়ে। তাই সব সময় নিজেকে আনন্দে রাখেন এবং হাসি-খুশি থাকেন সুন্দরী নীতু। এটাই তাঁর রূপের আসল রহস্য, এমনটাই মনে করেন তিনি।
advertisement
8/8
ডায়েটে ডার্ক চকোলেট: ডার্ক চকোলেট খেতে ভালোবাসেন নীতু। আর ডার্ক চকোলেটে ফ্ল্যাভানল থাকে, যা সূর্য রশ্মির থেকে হওয়া ক্ষতির হাত থেকে ত্বককে রক্ষা করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Neetu Kapoor Singh beauty Secrets: ৬৩-তেও তরতাজা, চিরযৌবনা নীতু কাপুরের সৌন্দর্যের রহস্য ফাঁস!