TRENDING:

আশপাশের কোন প্রাণী বুঝিয়ে দেয় আপনার 'মৃত্যু' আসছে? কী ভাবে ইঙ্গিত দেয় তারা...জানলে চমকাবেন!

Last Updated:
বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইট HouseStuffWorks-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এমন কিছু প্রাণী আছে যারা আগে থেকেই মানুষের মৃত্যুর পূর্বাভাস দিতে পারে। আপনি কি জানেন, তারা কারা? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
advertisement
1/11
আশপাশের কোন প্রাণী বুঝিয়ে দেয় আপনার মৃত্যু আসছে? কী ভাবে ইঙ্গিত দেয় তারা...জানলে চমকাবেন
মৃত্যু—এক চিরন্তন রহস্য, যার আগমন অবধারিত হলেও সময় অনিশ্চিত। বিজ্ঞানের সমস্ত অগ্রগতি সত্ত্বেও আজও কেউ নির্ভুলভাবে বলতে পারে না, ঠিক কখন আসবে জীবনের শেষ মুহূর্ত। কিন্তু প্রকৃতির কিছু আশ্চর্য প্রাণী নাকি সেই মৃত্যুর আগাম বার্তা পেয়ে যায়! কখনও তারা কাঁদতে কাঁদতে ডাকে, কখনও নিঃশব্দে পাশে এসে বসে থাকে—আর তার পরই ঘটে অনিবার্য পরিণতি। (Representative Image: Generated by AI)
advertisement
2/11
বিশ্বজুড়ে ছড়িয়ে আছে এমন বহু ঘটনা, যেখানে কুকুর, বিড়াল এমনকি বাদুড় কিংবা শিয়ালের আচরণ মৃত্যুর আগাম ইঙ্গিত দিয়েছে। নিছক কাকতালীয়? না কি প্রাকৃতিক ইন্দ্রিয়ের অতিমানবীয় ব্যবহার? এই প্রতিবেদনে আমরা খুঁজে দেখব, কোন কোন প্রাণীকে ঘিরে এই আশ্চর্য বিশ্বাসগুলি প্রচলিত, এবং কতখানি তার পিছনে যুক্তির ভিত্তি রয়েছে। (Representative Image: Generated by AI)
advertisement
3/11
বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইট HouseStuffWorks-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এমন কিছু প্রাণী আছে যারা আগে থেকেই মানুষের মৃত্যুর পূর্বাভাস দিতে পারে। আপনি কি জানেন, তারা কারা? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। (Representative Image: Generated by AI)
advertisement
4/11
কুকুর অনেকেই বিশ্বাস করেন, কুকুর আগেভাগে মৃত্যু টের পায়। এমনকি তারা অদ্ভুত কণ্ঠে কান্নার মতো ঘেউ ঘেউ করে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বহু ক্ষেত্রে দেখা গেছে, কুকুর তাদের মালিকের মৃত্যুর খবর আগেই বুঝতে পেরেছে। (Representative Image: Generated by AI)
advertisement
5/11
বিড়াল প্রাচীনকাল থেকেই মানুষ বিশ্বাস করে বিড়াল নাকি মৃত্যু ঘ্রাণ পায়। বিড়াল নাকি মানুষের মৃত্যু আগে থেকেই টের পায়! এই প্রসঙ্গে *Oscar the Hospice Cat*-এর কথা উল্লেখযোগ্য। আমেরিকার রোড আইল্যান্ডের *Steere House Nursing and Rehabilitation Center*-এ থাকা বিড়াল অস্কারের নামে রয়েছে আশ্চর্য কীর্তি। (Representative Image: Generated by AI)
advertisement
6/11
হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, অস্কার প্রায়ই সেই সব রোগীদের পাশে গিয়ে শুয়ে থাকত, যাঁরা কয়েক ঘণ্টার মধ্যেই মারা যেতেন। প্রথমে এটি লক্ষ করেন চিকিৎসক ডঃ জোন টেনো। তিনি বলেন, মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগে থেকেই অস্কার পাশে গিয়ে বসত। হাসপাতালের রেকর্ড অনুযায়ী, ২০১৫ সালের মধ্যে অস্কার প্রায় ১০০টি মৃত্যু আগাম বুঝেছিল। (Representative Image: Generated by AI)
advertisement
7/11
তবে শুধু অস্কারই নয়, অনেক বিড়ালই নাকি মানুষের বা অন্য প্রাণীর মৃত্যুর পূর্বে রাসায়নিক পরিবর্তনের গন্ধ পায়। মৃত্যুর আগে শরীরে কিছু বায়োকেমিক্যাল পরিবর্তন হয় এবং নির্দিষ্ট কিছু গন্ধ নির্গত হয়, যা বিড়ালের ঘ্রাণেন্দ্রিয় টের পায়—মানুষ পায় না। (Representative Image: Generated by AI)
advertisement
8/11
'কালো প্রজাপতি' আসলে এক ধরনের পতঙ্গ, যাকে অনেক সময় প্রজাপতির মতো মনে হলেও আসলে এটি একটি **মথ (Moth)**। এই কালো মথ রাতের আঁধারে ওড়ে এবং একে মৃত্যুবার্তা বয়ে আনার প্রতীক বলা হয়। বহু সংস্কৃতিতে এটি অশুভ বলে বিবেচিত। (Representative Image: Generated by AI)
advertisement
9/11
অনেক লোকবিশ্বাসে বলা হয়, যদি **শিয়াল দিনে কোনও বাড়িতে ঢোকে**, তবে সেই বাড়িতে কেউ না কেউ মারা যাবে। শিয়াল সাধারণত দিনের বেলায় লোকালয়ে আসে না। তাই যদি দিনের আলোয় শিয়াল কোনও ঘরে প্রবেশ করে, তাহলে তা মৃত্যু-বার্তা বলে মনে করেন অনেকেই।  (Representative Image: Generated by AI)
advertisement
10/11
আমাদের দেশে প্রচলিত একটি বিশ্বাস হল, বাদুড় মৃত্যু সংবাদ বয়ে আনে। দক্ষিণ আমেরিকার মায়া ও অ্যাজটেক সভ্যতায় বাদুড়কে মৃত্যুর দূত হিসেবে গণ্য করা হত। সে বিশ্বাস আজও কিছু মানুষের মধ্যে প্রচলিত। (Representative Image: Generated by AI)
advertisement
11/11
বিজ্ঞানীরা বলছেন, কিছু প্রাণীর ঘ্রাণশক্তি, শ্রবণশক্তি এবং পর্যবেক্ষণ ক্ষমতা এতটাই প্রখর যে তারা বহু কিছু আগেভাগে টের পায়। তবে এখনও পর্যন্ত কোনও বিজ্ঞানী নিশ্চিতভাবে বলতে পারেননি যে কোনও প্রাণী শতভাগ নির্ভুলভাবে মানুষের মৃত্যুর খবর আগেভাগে জানতে পারে। (Representative Image: Generated by AI)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
আশপাশের কোন প্রাণী বুঝিয়ে দেয় আপনার 'মৃত্যু' আসছে? কী ভাবে ইঙ্গিত দেয় তারা...জানলে চমকাবেন!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল