Lucky Charm: কোন পশু বাড়িতে পুষলে রাতারাতি ভাগ্য বদলে যেতে পারে, জানেন?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Vastu Tips: কেউ কুকুর পোষেন, কেউ পাখি, কেউ আবার বিড়াল। জানেন, কোন পশু বাড়িতে থাকলে আপনার ভাগ্য বদলে যেতে পারে!
advertisement
1/5

বাস্তু শাস্ত্র ও জ্যোতিষ মতে, বাড়িতে জীব-জন্তু পুষলে মানসিক শান্তি আসে। অনেক সময় বড় বিপদেও কেটে যায়। কিছু ক্ষেত্রে বাড়ির কর্তার ভাগ্য বদলে যায়। এই যেমন ফেংশুই মতে, বাড়িতে মাছ রাখা শুভ। এতে বাড়িতে অর্থের অভাব দূর হয়। বাড়িতে অ্যাকোয়ারিমে রঙিন মাছ রাখা ভাল। বিশেষ করে কালো রঙের মাছ।
advertisement
2/5
বাস্তু শাস্ত্র অনুযায়ী, বাড়িতে খরগোশ পুষলে নেগেটিভ এনার্জি দূর হয়। খরগোশ গুড লাক বয়ে আনে বলে বিশ্বাস করা হয়।
advertisement
3/5
বাড়িতে কচ্ছপ পুষলে যে কোনও কাজ সহজে হতে পারে। বৈভব ও ঐশ্বর্য বজায় থাকবে। বাস্তু শাস্ত্র মতে, কচ্ছপ বাড়িতে থাকলে যে কোনও লক্ষ্যে পৌঁছনো সহজ হয়।
advertisement
4/5
বাড়িতে কুকুর থাকলে মনে শান্তি আসে। কুকুর পুষলে ধন প্রাপ্তির যোগ তৈরি হয়। কুকুর বাড়িতে থাকা মানে অনেক বিপদ কেটে যেতে পারে।
advertisement
5/5
বাস্তু শাস্ত্র মতে, ঘোড়া সৌভাগ্যের প্রতীক। তবে বাড়িতে ঘোড়া পোষা তো আর চাট্টিখানি কথা নয়। তাই অনেকে বাড়ির নির্দিষ্ট স্থানে ঘোড়ার ছবিও রাখেন।