Andropause: ‘মেনোপজ’-এর মতো পর্ব আসে পুরুষদের জীবনেও, চিনুন এর উপসর্গ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Andropause: জানেন কি কিছু সংখ্যক পুরুষের মধ্যেও এই ধরনের প্রবণতা দেখা দেয়৷ একে বলা হয় ‘অ্যান্ড্রোপজ’৷
advertisement
1/5

মহিলারা মধ্য বয়সে পৌঁছে পিছিয়ে পড়েন শারীরিক মিলনে৷ উৎসাহ হারিয়ে ফেলেন যৌন সঙ্গমের৷ বিশেষ করে মেনোপজের কিছু আগে থেকে শুরু করে চলে এই যৌনতায় অনীহা৷ জানেন কি কিছু সংখ্যক পুরুষের মধ্যেও এই ধরনের প্রবণতা দেখা দেয়৷ একে বলা হয় ‘অ্যান্ড্রোপজ’৷
advertisement
2/5
‘মেনোপজ’-এর সঙ্গে অ্যান্ড্রোপজের উপসর্গের বহু ক্ষেত্রে সাদৃশ্য আছে৷ এই সমস্যায় পুরুষের সেক্সড্রাইভ কমে যায়৷ দেখা দেয় দুর্বলতা ও ঘন ঘন মুড পরিবর্তনের সমস্যা৷ বয়স ৫০ পার হলে টেস্টেটেরন উৎপাদন কমে আসে৷
advertisement
3/5
বহু ক্ষেত্রে মেনোপজের থেকে অ্যান্ড্রোপজ আলাদা৷ কারণ, এই পর্বের মধ্যে দিয়ে সকল পুরুষকে যেতে হয় না৷ কিন্তু মহিলা মাত্রই তাঁর মেনোপজ হবে৷ তাছাড়া অ্যান্ড্রোপজ মানে জনন ক্ষমতা সম্পূর্ণ লুপ্ত হওয়া নয়৷ হরমোনাল পরিবর্তনে যৌনসঙ্গমের খিদে অনেক কমে যায় আগের তুলনায়৷
advertisement
4/5
অ্যান্ড্রোপজে শারীরিক ও মানসিক দু’ ধরনের সমস্যাই দেখা দেয়৷ বয়সের সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলি বাড়তে থাকে৷ অ্যান্ড্রোপজের উপসর্গগুলির মধ্যে পড়ে ইরেক্টাইল ডিসফাংশন, লিবিডো কমে যাওয়া, ডিপ্রেশন, অনিদ্রা, মনসংযোগে সমস্যা এবং বন্ধ্যাত্ব৷
advertisement
5/5
এছাড়াও চুল পড়ে যাওয়া বা হট ফ্লাশের মতো সমস্যাও দেখা দিতে পারে৷ বিরল ক্ষেত্রে দেখা দিতে পারে হাড় দুর্বল হয়ে পড়ার মতো উপসর্গও৷