Anant Chaturdashi Rituals: আজ অনন্ত চতুর্দশীতে করুন এই কাজগুলি, জীবন ভরে থাকবে অর্থ, সম্পদ, শ্রী ও সমৃদ্ধিতে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Anant Chaturdashi Rituals: গণপতি উৎসবের শেষে এই তিথিতেই বিগ্রহ নিরঞ্জন করা হয়৷ ভোপালের জ্যোতিষী তথা বাস্তু বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা জানিয়েছেন এই বিশেষ পবিত্র দিনে কী করলে অর্থ ও সমৃদ্ধি প্রবাহিত হবে জীবনে৷
advertisement
1/7

আজ, বৃহস্পতিবার অনন্ত চতুর্দশীর পুণ্যতিথি৷ এই পবিত্র দিনটি নিবেদন করা হয় ভগবান বিষ্ণুর উদ্দেশে৷
advertisement
2/7
গণপতি উৎসবের শেষে এই তিথিতেই বিগ্রহ নিরঞ্জন করা হয়৷ ভোপালের জ্যোতিষী তথা বাস্তু বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা জানিয়েছেন এই বিশেষ পবিত্র দিনে কী করলে অর্থ ও সমৃদ্ধি প্রবাহিত হবে জীবনে৷
advertisement
3/7
জ্যোতিষী তথা বাস্তু বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মার মতে অনন্ত চতুর্দশী তিথিতে পুজোর পর হাতে রেশমের সুতো বাঁধা অত্যন্ত পুণ্যজনক৷
advertisement
4/7
এই সূত্রকে বলা হয় অনন্ত সূত্র বা রক্ষা সূত্র৷ এই পবিত্র সূত্রে মোট ১৪ টি গিঁট থাকে৷
advertisement
5/7
পণ্ডিত শর্মা মনে করেন এই তিথিতে সত্যনারায়ণের পুজো করলে জীবন ভরে থাকে অর্থ, সম্পদ, শ্রী এবং সমৃদ্ধিতে৷
advertisement
6/7
অনন্ত চতুর্দশী তিথিতে সত্যনারায়ণের পুজো করলে বাস্তু দোষ দূর হয় বাড়ি থেকে৷ সব নেগেটিভ শক্তি কেটে যায়৷
advertisement
7/7
এই তিথিতে একসঙ্গে পোড়ানো হয় লবঙ্গ ও কর্পূর৷ এই ধোঁয়া বাড়ির সর্বত্র পৌঁছে দিলে সম্পত্তি, শ্রী ও অর্থ বর্ষিত হয়৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Anant Chaturdashi Rituals: আজ অনন্ত চতুর্দশীতে করুন এই কাজগুলি, জীবন ভরে থাকবে অর্থ, সম্পদ, শ্রী ও সমৃদ্ধিতে