Amrita Singh love story: বিরাট-অনুষ্কার মতোই দানা বেঁধেছিল আরও এক ক্রিকেট-বলিউড প্রেম? এক শর্তেই ভেঙে যায় অমৃতার এই সম্পর্ক
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
সারা আলি খানের মা অমৃতা সিংও এক জনপ্রিয় ক্রিকেটরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। কেন ভেঙে গেল সেই সম্পর্ক?
advertisement
1/6

ক্রিকেট আর বলিউডের সম্পর্ক বহু পুরনো। হালফিলের বিরাট কোহলী-অনুষ্কা শর্মা থেকে শুরু করে শর্মিলা ঠাকুর-মনসুর আলি খান পতৌদি, ক্রিকেটারদের সঙ্গে বার বার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রীরা। বহু সম্পর্ক আবার ভেঙেছেও। কিন্তু জানেন কি সারা আলি খানের মা অমৃতা সিংও এক জনপ্রিয় ক্রিকেটরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। কেন ভেঙে গেল সেই সম্পর্ক?
advertisement
2/6
১৯৮৩ সালে মুক্তি পায় অমৃতা সিংয়ের প্রথম ছবি ‘বেতাব’। সানি দেওলের বিপরীতে প্রথম ছবিতেই নিজের জাত চিনিয়েছিলেন অভিনেত্রী।
advertisement
3/6
অমৃতা সিং সইফ আলি খানকে বিয়ে করেছিলেন। সারা এবং ইব্রাহিম তাঁদের দুই সন্তান। তবে সেই বিয়েও বেশিদিন স্থায়ী হয়নি। কিন্তু বলিউডের অন্দরে ফিসফাস, সইফের আগেই এক ক্রিকেটারের প্রেমে পড়েছিলেন অমৃতা।
advertisement
4/6
শোনা যায়, ক্রিকেটার রবি শাস্ত্রীর সঙ্গে একসময় গভীর সম্পর্কে ছিলেন অমৃতা। জানা গিয়েছে, এক সাধারণ বন্ধুর মাধ্যমে ক্রিকেটার রবি শাস্ত্রীর সঙ্গে আলাপ হয় অমৃতার। ধীরে ধীরে আরও পরিণত হয় বন্ধুত্ব। বহুদূর এগিয়ে ছিল সেই সম্পর্ক। তবে শেষ পরিণতি পায়নি। কারণ রবি শাস্ত্রীর একটি শর্তেই ভেঙে যায় সম্পর্ক।
advertisement
5/6
সূত্রের খবর অনুযায়ী, রবি শাস্ত্রী অমৃতাকে বলেছিলেন যে, তিনি চান না যে তিনি বিয়ের পরেও অমৃতা অভিনয় করেন। বলিউড ছেড়ে দেওয়ার প্রস্তাবে সহমত ছিলেন না অমৃতা। তাই সম্পর্ক ভেঙে যায় দুজনের।
advertisement
6/6
পরবর্তীকালে ‘বেখুদি’ ছবিতে অভিনয় করতে গিয়ে সইফ আলি খানের সঙ্গে আলাপ হয় অমৃতার। ১২ বছরের সইফকেই বিয়ে করেন তিনি। যদিও তাদের বিয়ের মেয়াদ বেশিদিন ছিল না। বিচ্ছেদের বহু বছর পর করিনাকে বিয়ে করেন সইফ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Amrita Singh love story: বিরাট-অনুষ্কার মতোই দানা বেঁধেছিল আরও এক ক্রিকেট-বলিউড প্রেম? এক শর্তেই ভেঙে যায় অমৃতার এই সম্পর্ক