Pineapple Benefits: কাটার ভয়ে খান না, বিরাট ভুল করছেন! এভাবে খেলেই হুড়মুড়িয়ে কমবে ওজন, মাত্র ৭ দিনেই রোগা, তবে ডায়াবেটিস থাকলে সাবধান!
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Souvik Roy
Last Updated:
Pineapple Benefits: ভিটামিন সি ওজন কমাতে সাহায্য করে। তাই খাবারের তালিকায় আনারস রাখলে একদিকে যেমন পেট ভরবে তেমনই শরীরের বাড়তি ক্যালরি কমবে।
advertisement
1/5

গ্রীষ্মের এক প্রিয় ফল আনারস।আনারসে রয়েছে ব্রোমেলেন, যা ওজন কমায়।আনারসে প্রচুর পরিমাণে বি ১২ , থায়ামিন থাকে।এই উপাদানগুলি হজমে সাহায্য করে।জানাচ্ছেন বিশিষ্ট ডাক্তার দেবাশীষ বর্মন।
advertisement
2/5
ভিটামিন সি ওজন কমাতে সাহায্য করে। তাই খাবারের তালিকায় আনারস রাখলে একদিকে যেমন পেট ভরবে তেমনই শরীরের বাড়তি ক্যালরি কমবে। লো ক্যালরির মিষ্টি এই ফলে থাকে প্রচুর ফাইবার।
advertisement
3/5
আনারস ফল হিসেবে খুবই উপকারী। বিশেষত আনারসের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ কিছু এনজাইম, ব্রোমেলিন যা আমাদের হজমে সাহায্য করে।যাঁদের বদহজমের সমস্যা রয়েছে তাঁরা রোজ আনারস খেলে উপকার পাবেন। এছাড়াও আনারস ফ্যাট গলাতেও সাহায্য করে।
advertisement
4/5
মেটাবলিজম কমে গেলে ওজন ঝরাতেও বেশ অসুবিধে হয়। আনারস আমাদের দ্রুত ওজন ঝরাতে সাহায্য করে। আর তাই বানিয়ে নিন আনারস টি। পুজোর আগে এই চা খেলে ওজন ঝরবে ঝটপট। তিন চামচ আনারস ছোট করে কুচিয়ে নিন। হাফ চামচ আদা কুচি আর ১ চামচ কাঁচা হলুদ বাটা দিয়েই বানিয়ে নিন এই চা।
advertisement
5/5
আনারস থেকে শুধু এর উপকারিতা পেতে খেয়াল রাখবেন দৈনিক আনারস খাওয়ার পরিমাণ যেন ১০০ গ্রামের বেশি না হয়। কারণ ১০০ গ্রামের বেশি পরিমাণে আনারস ডায়াবেটিস রোগী খেলে আনারসের উপকারিতা নয়, বরং সে রোগীর ক্ষেত্রে অপকারিতাই বেশি হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Pineapple Benefits: কাটার ভয়ে খান না, বিরাট ভুল করছেন! এভাবে খেলেই হুড়মুড়িয়ে কমবে ওজন, মাত্র ৭ দিনেই রোগা, তবে ডায়াবেটিস থাকলে সাবধান!