general Knowledge Story : ভেবে দেখেছেন উচ্ছে ও করলার মধ্যে পার্থক্য কী? ৯৯ শতাংশ উত্তর দিতে ডাহা ফেল
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
উত্তরটা কিন্তু খুবই সহজ৷ উচ্ছে ছোট আর করলা বড়৷
advertisement
1/6

মরশুম পরিবর্তনের সময় স্বাদ বদলাতে ভাল লাগে৷ এ সময় অরুচি কাটাতে তেতো খাবার খুবই সাহায্য করে৷ এ সময় বাঙালি হেঁসেলে উচ্ছের ব্যবহার বেড়ে যায়৷ বছরভর পাওয়া গেলেও সিজন চেঞ্জ বা মরশুমি পরিবর্তনে উচ্ছে খাওয়া অনেক বেশি উপকারী৷
advertisement
2/6
অ্যান্টি ভাইরাল বৈশিষ্ট্য থাকার জন্য সর্দিকাশি, মরশুমি জ্বরজারি, ইনফ্লুয়েঞ্জা থেকে প্রতিরোধ শক্তি তৈরি করতে সাহায্য করে উচ্ছে৷ মরশুম পরিবর্তনের সময় ডায়েট সুস্থতার অন্যতম চাবিকাঠি৷ কিন্তু কখনও ভেবে দেখেছেন উচ্ছে ও করলার মধ্যে পার্থক্য কী?
advertisement
3/6
দেখতে এক৷ খেতেও তেতো, তাহলে নাম কেন আলাদা? ভাজা হোক, সিদ্ধ বা তরকারি- এর খাদ্যগুণ অনবদ্য৷ কিন্তু উভয়ের পার্থক্য কী আদৌ আছে কিছু?
advertisement
4/6
সাধারণত ছোটগুলোকে উচ্ছে এবং বড়গুলোকে করলা বলে। অর্থাৎ একেবারে ছোট থেকে ৫-৭ সেন্টিমিটার লম্বাগুলোকে উচ্ছে এবং তার চেয়ে বড়গুলোকে করলা বলা হয়। উভয়ের ক্রোমজম সংখ্যা সমান (2n = 22)। আবার করলার চেয়ে আকারে অনেক ছোট উচ্ছের খাদ্যমান অনেক বেশি।করলা বা উচ্ছের ভিতর Momordicasoids নামে একটা উপাদান আছে এবং এর উপর নির্ভর করে করলার তেতো (bitterness) ভাব।
advertisement
5/6
উচ্ছের ভিটামিন সি এবং বিটা ক্যারোটিনয়েডস অ্যালার্জি প্রতিরোধ করে৷ বিভিন্ন উৎসেচকের সক্রিয়তা বাড়িয়ে লিভারকে সুস্থ রাখে৷
advertisement
6/6
তবে অন্যান্য খাবারের মতো উচ্ছে বা করলাও অতিরিক্ত খাওয়া উচিত নয়৷ দিনে ৩০ থেকে ৪০ গ্রাম পর্যন্ত উচ্ছে খাওয়া ঠিক আছে৷ তার বেশি না খাওয়াই ভাল৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
general Knowledge Story : ভেবে দেখেছেন উচ্ছে ও করলার মধ্যে পার্থক্য কী? ৯৯ শতাংশ উত্তর দিতে ডাহা ফেল