Health News: স্নানের জলে মিশিয়ে নিন ফিটকিরি! মুহূর্তে পাবেন অলৌকিক উপকার, ভাবতেই পারবেন না
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Health News: প্রথমেই বলে নেওয়া ভাল, ফিটকিরিতে শরীরে ময়লা দূর হয়, দুর্গন্ধও দূর হয়৷
advertisement
1/7

চুল, ত্বক ও দাঁতের জন্য ফিটকরির তুলনা নেই৷ তবে প্রতিদিন স্নানের জলে যদি ফিটকিরি মিশিয়ে রাখতে পারেন, তা হলে দেখবেন, তা থেকে অনেক উপকার পাবেন৷ আসল উপকারের কথা পরে হবে, প্রথমেই বলে নেওয়া ভাল, ফিটকিরিতে শরীরে ময়লা দূর হয়, দুর্গন্ধও দূর হয়৷
advertisement
2/7
আপনার যদি বলিরেখা সমস্যা থেকে থাকে, তা হলে প্রতিদিন সকালে ফিটকিরির জল দিয়ে স্নান করতে পারেন৷ এ ছাড়া ফিটকিরি দিয়ে ত্বক ম্যাসাজ করলেও অনেক সময় বলিরেখা কমতে পারে৷
advertisement
3/7
এ ছাড়া, আপনার কী গাঁটে-গাঁটে ব্যখা আছে? তা হলে আপনি ফিটকিরির জল দিয়ে স্নান করতে পারেন৷ এটি স্নায়ুর স্বাস্থ্য ও হাড়ের ব্যথার জন্য উপকারী৷ এতে স্নান করলে ব্যথা কমে৷
advertisement
4/7
ফিটকিরিতে অ্যান্টি-ব্যাক্টিরিয়াল উপাদান থাকে৷ এটি চুল ও মাথার ত্বক মানে স্ক্যাল্প পরিষ্কার করতে সাহায্য করে৷ যাঁদের চুলে উকুন বা খুশকির মতো সমস্যা থাকে, তাঁরা এই জলে স্নান করলে উপকার মিলবেই৷
advertisement
5/7
এ ছাড়া ইউরিন ইনফেকশনের ঝুঁকিও এতে কমে৷ দিন দু‘বার করে ফিটকিরির জল দিয়ে স্নান করলে ইউরিন ইনফেকশন অনেকটা কমবে৷
advertisement
6/7
অনেকেই আছে, সামান্য গরম পরলেই দরদর করে ঘামতে থাকেন৷ শীতকালেও কখনও কখনও তাঁদের ঘাম হয়৷ আপনি নিয়মিত ফিটকিরির জল দিয়ে স্নান করলে আপনার ঘামের সমস্যা অনেকটা কমতে পারে৷
advertisement
7/7
ডিসক্লেমার: এই সংবাদে দেওয়া ওষুধ/পথ্য এবং স্বাস্থ্য সম্পর্কিত ইন্টানরেটে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা হয়েছে। এটি সাধারণ তথ্য৷ ব্যক্তিগত পরামর্শ নয়। তাই চিকিৎসকের পরামর্শ নিয়েই যে কোনও কিছু ব্যবহার করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health News: স্নানের জলে মিশিয়ে নিন ফিটকিরি! মুহূর্তে পাবেন অলৌকিক উপকার, ভাবতেই পারবেন না