TRENDING:

আজ রাতে কালীপুজো, কত ক্ষণ থাকবে অমাবস্যা, জানুন পঞ্জিকা কী বলছে

Last Updated:
KaliPuja 2022: এর আর এক নাম দীপান্বিতা৷ শ্যামা পূজা, মহানিশা পূজা বলেও একে অভিহিত করা হয়৷
advertisement
1/6
আজ রাতে কালীপুজো, কত ক্ষণ থাকবে অমাবস্যা, জানুন পঞ্জিকা কী বলছে
কার্তিকের হিমেল পরিবেশে আয়োজিত হয় কালীপুজো৷ দীপের আলোয় শক্তির এই উৎসব আলোর পার্বণও৷ তাই এর আর এক নাম দীপান্বিতা৷ শ্যামা পূজা, মহানিশা পূজা বলেও একে অভিহিত করা হয়৷
advertisement
2/6
কার্তিকের অমাবস্যা তিথিতে পূজিতা হন দেবী৷ এ বছর সোমবার অর্থাৎ ২৪ অক্টোবর বা ৭ কার্তিক কালীপুজো এবং দীপাবলি একই দিনে পড়েছে৷
advertisement
3/6
দৃক সিদ্ধান্ত পঞ্জিকা মতে, সোমবার বিকেল ৫ টা ২৭ মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে৷ থাকবে পরের দিন বিকেল ৪ টে ১৮ মিনিট পর্যন্ত৷
advertisement
4/6
কালীপুজোর নিশীথ সময় হচ্ছে রাত ১১ টা ৫০ থেকে ১২ টা ৩৯ মিনিট পর্যন্ত৷
advertisement
5/6
কালীপুজোর অমাবস্যার আগের তিথিতে পালিত হয় ভূত চতুর্দশী৷ এ বছর রবিবার সন্ধ্যায় ৬ টা ২ মিনিটে ত্রয়োদশী বা ধনতেরস শেষ হয়ে ভূত চতুদর্শী শুরু হয়েছে৷ তাই সন্ধ্যায় ১৪ বাতি প্রজ্বলন করার রীতি পালিত হয়েছে৷
advertisement
6/6
তবে ভূত চতুর্দশীতে চোদ্দ শাক খাওয়ারও রীতি থাকে৷ সেটা সোমবার সকালে পালন করাই যায়৷ কারণ এদিন বিকেল ৫ টা ২৭-এর আগে পর্যন্ত চতুর্দশীই থাকবে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
আজ রাতে কালীপুজো, কত ক্ষণ থাকবে অমাবস্যা, জানুন পঞ্জিকা কী বলছে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল