TRENDING:

Birbhum News: কয়েক বিঘা জায়গা জুড়ে রয়েছে আস্ত একটি গ্রাম, তবে রাত্রে এখানে বাস করে মাত্র দু’জন!

Last Updated:
Birbhum News: বোলপুর শান্তিনিকেতন ভ্রমণে গেলে অবশ্যই আপনি ঘুরে আসতে পারেন এই গ্রাম, কী দেখতে পাবেন জানেন!
advertisement
1/5
কয়েক বিঘা জায়গা জুড়ে রয়েছে আস্ত একটি গ্রাম, তবে রাত্রে এখানে বাস করে মাত্র দু’জন!
বোলপুর থেকে মাত্র কয়েক কিলোমিটার এগিয়ে গেলেই পেয়ে যাবেন এমন একটি গ্রাম যে গ্রামে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষের সমাগম থাকলেও রাত্রে বাস করেন মাত্র দুই জন। কী, শুনে অবাক হচ্ছেন নিশ্চই, ভাবছেন এটাও কী সম্ভব! কী কারণে আর কেনও কেও রাত্রিবাস করেন না?ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
দূর দূরান্ত থেকে পর্যটকেরা বীরভূম ভ্রমণের জন্য এসেছেন তবে বোলপুর ঘুরে যাননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। পর্যটকেরা আসেন কবিগুরুর টানে। কারণ এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একাধিক স্মৃতি বিজড়িত জায়গা। রয়েছে কিছু দূরে কঙ্কালীতলা মন্দির। আর বিশেষ করে রয়েছে সোনাঝুরি হাট যেখানে পর্যটকেরা অনেকটা সময় কাটাতে পছন্দ করেন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
তবে এবার হয়তো আপনি ভাবছেন বোলপুরের কোথায় রয়েছে এই গ্রাম! চারদিকে গাছগাছালি, টলটলে পুকুরের জল। অতি যত্নে সৃজন করা হয়েছে এ গ্রাম। আর পাঁচটা গ্রামে মাটির বাড়িগুলি যেমন ঠিক তেমনি এই গ্রামেও রয়েছে সুন্দর চালাঘর। ঘরের ভিতরে আছে আলো, পাখা। রয়েছে জলাশয় ও পানীয় জলের ব্যবস্থাও। প্রতিদিন এ গ্রামের ভিতরে হাট বসে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
রয়েছে জগন্নাথ মন্দিরও। অনেকেই চিনতে পারছেন এ গ্রামকে, আবার অনেকে এখনও বুঝতে পারেননি। এ গ্রামের নাম ‘সৃজনী শিল্পগ্রাম’। প্রতিদিন প্রচুর মানুষের আনাগোনা এ গ্রামে। তাই এই সৃজনী শিল্পগ্রামের জন্য রাখা হয়েছে নিরাপত্তারক্ষীও। তবে এতকিছুর পরেও এই গ্রামে রাত্রিবাস করেন মাত্র দু’জন। দেখতে গ্রামের মতো হলেও আসলে এটি বঙ্গ শিল্প ও সংস্কৃতির পীঠস্থান। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র এটির দেখভালের দায়িত্বে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/5
এই গ্রামে রয়েছে প্রচুর সুসজ্জিত চালা ঘর । সেখানে রীতিমতো গবেষণার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সিকিম, অসম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরার মতো উত্তর-পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওডিশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জীবনযাত্রা, শিল্প ও সংস্কৃতিছবি ও তথ্য: সৌভিক রায়
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Birbhum News: কয়েক বিঘা জায়গা জুড়ে রয়েছে আস্ত একটি গ্রাম, তবে রাত্রে এখানে বাস করে মাত্র দু’জন!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল