Aloe Vera Gardening Tips: বাড়িতে টবেই চাষ করুন অ্যালোভেরা! মোটা টাকা দিয়ে আর কিনতে হবে না বাজার থেকে, শুধু শিখে নিন ট্রিক্স!
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Aloe Vera Gardening Tips: এবার গাছ থেকে শেকড় গজাতে শুরু করলে বড় পাত্রে সরিয়ে দিতে পারেন পাতা। চাইলে একবারেও বড় টবে লাগাতে পারেন।
advertisement
1/6

অ্যালোভেরা এক ভেষজ উদ্ভিদ। এটি বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য নিয়ম করে ব্যবহার করেন।
advertisement
2/6
বাজারে এখন সারা বছরই অ্যালোভেরা কিনতে পাওয়া যায়। তবে যারা নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করেন, তারা চাইলে এটি টবে চাষ করতে পারেন।
advertisement
3/6
তবে এবার অ্যালোভেরার একটি পাতা থেকেই হবে গাছ। এটি চাষে খুব বেশি যত্ন নেওয়ারও প্রয়োজন নেই। জেনে নিন টবে অ্যালোভেরা চাষ পদ্ধতি।
advertisement
4/6
প্রথমে চাষের জন্য কয়েকটি অ্যালোভেরার পাতা সংগ্রহ করুন। খেয়াল রাখবেন যেন নিচের দিকের সাদা অংশটি থাকে পাতার সঙ্গে।
advertisement
5/6
এবার সাধারণ মাটির মাঝে গর্ত করে বসিয়ে দিন অ্যালোভেরার পাতা। জল দিয়ে ভিজিয়ে দিন মাটি।
advertisement
6/6
এবার গাছ থেকে শেকড় গজাতে শুরু করলে বড় পাত্রে সরিয়ে দিতে পারেন পাতা। চাইলে একবারেও বড় টবে লাগাতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Aloe Vera Gardening Tips: বাড়িতে টবেই চাষ করুন অ্যালোভেরা! মোটা টাকা দিয়ে আর কিনতে হবে না বাজার থেকে, শুধু শিখে নিন ট্রিক্স!