Almond Health Tips: রোজ সকালে আমন্ড খাচ্ছেন? ঠিক কতটা জলে, কতক্ষণ আমন্ড ভিজিয়ে রাখলে ওজন কমবে তাড়াতাড়ি? বাড়বে পুষ্টিগুণ? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
কিন্তু আমন্ড শুধু খেলেই হল না। ফল পেতে, আমন্ড খেতে হবে নিয়ম মেনে। কতটুকু জলে, কতক্ষণ ভিজিয়ে রাখলে কাঠবাদামের পুষ্টিগুণ বাড়ে ও ওজন কমাতে সহায়তা করে?
advertisement
1/8

স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর আমন্ড বা কাঠবাদাম। অনেকেই ওজন কমাতে জলে ভিজিয়ে রাখা আমন্ড খান। ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ রিসার্চ ইন মেডিক্যাল সায়েন্স’-এর একটি সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা আমন্ড বাদাম খান তাঁদের ওজন তাড়াতাড়ি কমে।
advertisement
2/8
মার্কিন যুক্তরাষ্ট্রের এক সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা রোজ ৪২.৫ গ্রাম করে আমন্ড খাচ্ছেন, তাঁদের হৃদযন্ত্র অনেকটাই বেশি ভাল। লো ডেনসিটি লাইপো-প্রোটিন কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে আমন্ড হার্টকে রাখছে তরতাজা, কমাচ্ছে হার্টের অসুখের ঝুঁকি।
advertisement
3/8
কিন্তু আমন্ড শুধু খেলেই হল না। ফল পেতে, আমন্ড খেতে হবে নিয়ম মেনে। কতটুকু জলে, কতক্ষণ ভিজিয়ে রাখলে কাঠবাদামের পুষ্টিগুণ বাড়ে ও ওজন কমাতে সহায়তা করে?
advertisement
4/8
কেন আমন্ড ভিজিয়ে খাওয়া জরুরি? গবেষণায় দেখা গিয়েছে, আমন্ড কাঁচা খেলে উপকার নেই। কাঠবাদামে যে ধরনের উৎসেচক রয়েছে সেগুলি সক্রিয় হয় তখন-ই যখন আমন্ড ভিজিয়ে রাখা হয়।
advertisement
5/8
বাদামের খোসায় রয়েছে ফ্যাটিক অ্যাসিড, সেই অ্যাসিডকে ভাঙতে সাহায্য করে ওই উৎসেচকগুলি। আয়রন, জিঙ্ক, ক্যালশিয়ামের মত খনিজগুলি শোষণে সহায়তা করে। পাশাপাশি, হজমের সমস্যা মেটাতেও কাঠবাদাম ভিজিয়ে খাওয়া জরুরি।
advertisement
6/8
কীভাবে আমন্ড ভেজাবেন? বাদাম প্রথমে ভাল করে ধুয়ে, ফিল্টারের জলে ভিজিয়ে রাখুন। পাত্র অবশ্যই ঢেকে রাখুন। খাওয়ার আগে বাদামের খোসা ছাড়িয়ে নিতে পারেন। তবে, খোসাশুদ্ধ বাদাম খাওয়ার উপকারিতা বেশি।
advertisement
7/8
কতক্ষণ বাদাম ভিজিয়ে রাখবেন? অন্তত ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত কাঠবাদাম ভিজিয়ে রাখতে হবে।
advertisement
8/8
কতগুলি বাদামের সঙ্গে ঠিক কতটা জল দিতে হবে? বাদাম এবং জলের অনুপাত হওয়া উচিত ২:১। কাঠবাদামগুলি যেন জলের মধ্যে সম্পূর্ণ ডুবে থাকে। এতে বাদামের আর্দ্রতা বজায় থাকে। ব্যাক্টেরিয়া বা ছত্রাকের সংক্রমণ রোধ হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Almond Health Tips: রোজ সকালে আমন্ড খাচ্ছেন? ঠিক কতটা জলে, কতক্ষণ আমন্ড ভিজিয়ে রাখলে ওজন কমবে তাড়াতাড়ি? বাড়বে পুষ্টিগুণ? পড়ুন