ছোট বড় সবার প্রিয়, কিন্তু আঙুরও হতে পারে মৃত্যুর কারণ! জানুন কী কী ভয়
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আঙুর যে শুধু খেতেই ভাল এমন নয়, আঙুর ভিটামিন সি-তে ঠাসা৷ এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টসও থাকে৷
advertisement
1/9

আঙুর এমন একটি ফল যা ছোট, বড় সবারই পছন্দ৷ সবুজ, কালো তো রয়েইছে, এখন বাজারে প্রচুর পরিমাণে লাল আঙুরও পাওয়া যায়৷
advertisement
2/9
আর পাঁচটা ফলের মতো আঙুরেরও অনেক গুণ রয়েছে৷ কিন্তু এই আঙুরেরই এমন কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যা অনেকেই জানেন না৷
advertisement
3/9
যে খাবারগুলি প্রাকৃতিক ভাবেই বেশি মিষ্টি সেগুলি অতিরিক্ত পরিমাণে খেলে ডায়েরিয়ার সম্ভাবনা বাড়ে৷ ফলে, আগে থেকেই পেটের সমস্যা থাকলে আঙুর খাওয়া উচিত নয়৷
advertisement
4/9
যাঁদের কিডনির সমস্যা এবং ডায়াবেটিস রয়েছে, তাঁদেরও আঙুর খাওয়া উচিত নয়৷ অতিরিক্ত পরিমাণে আঙুর খেলে কিডনির বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে৷
advertisement
5/9
আঙুরে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে৷ তাই বেশি আঙুর খেলে ওজন বৃদ্ধি একরকম নিশ্চিত৷ আঙুরে প্রোটিন, ফ্যাট, ফাইবার, ভিটামিন কে, থিয়ামিন- সবই একসঙ্গে থাকে৷
advertisement
6/9
আঙুরে বেশি মাত্রায় পলিফেনল থাকে৷ যা ওয়াইনেও পাওয়া যায়৷ অন্তঃসত্ত্বা অবস্থায় বেশি আঙুর খেলে গর্ভস্থ শিশুর প্যানক্রিয়াসের সমস্যা দেখা দিতে পারে৷
advertisement
7/9
আঙুর থেকে অনেকের অ্যালার্জির সমস্যাও দেখা দিতে পারে৷ মুখ চুলকানো, মুখ ফুলে যাওয়ার মতো বিভিন্ন সমস্যা আঙুর থেকে হতে পারে৷
advertisement
8/9
আঙুর থেকে অ্যানাফিল্যাক্সিস নামে এমন একটি অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে যা প্রাণহানির কারণও হয়ে দাঁড়াতে পারে৷
advertisement
9/9
আঙুরের এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলি সবই প্রচলিত মত এবং সাধারণ জ্ঞান থেকে নেওয়া৷ ফলে, এগুলি মেনে চলার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত৷