All Souls Day: কবরস্থানে আত্মার শান্তি কামনা! All Souls Day জ্বলে উঠল একের পর এক মোমবাতি!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
All Souls Day: কবরস্থানে প্রিয়জনের আত্মার শান্তি কামনা! All Souls Day-তে ঘটল অবাক ঘটনা
advertisement
1/6

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সমাধিগুলোতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে অল সোলস ডে, মৃতের আত্মার প্রতি শান্তি কামনায় সন্ধ্যায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
advertisement
2/6
প্রার্থনার আগে সমাধিগুলিকে পরিষ্কার করে ফুল দিয়ে সাজানো হয়। এবং সন্ধ্যায় মোমবাতি জ্বালানো হয়।
advertisement
3/6
কৃষ্ণনগর রোমান ক্যাথলিক কবরস্থানেও একই দৃশ্য দেখা গেল এইদিন।
advertisement
4/6
প্রিয়জনদের আত্মার শান্তি কামনা করতে তাদের কবরস্থান গুলিতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুলমালা দিয়ে মোমবাতি জ্বালাতে দেখা গেল এই দিন।
advertisement
5/6
প্রিয়জনের আত্মার শান্তি কামনা করতে প্রিয়জনের কবরের সামনে প্রার্থনায় মগ্ন ছোট্ট শিশুও।
advertisement
6/6
সন্ধেবেলা মোমবাতির আলোয় আলোকিত হয়ে পবিত্র কবরস্থানটি হয়ে উঠেছে অপরূপ সুন্দর।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
All Souls Day: কবরস্থানে আত্মার শান্তি কামনা! All Souls Day জ্বলে উঠল একের পর এক মোমবাতি!