All Rounder Tree: গাছও হয় 'অলরাউন্ডার'! পা থেকে মাথা পর্যন্ত 'চকচক' করবে এটি ব্যবহার করলে, জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
All Rounder Tree: খুবই সহজলভ্য এই উদ্ভিদ। ব্যবহার করতে জানলেই 'সোনা' পেয়ে যাবেন বিনামূল্যে।
advertisement
1/7

বাঙালির প্রায় প্রত্যেকের বাড়িতেই রয়েছে একটি ক্যাকটাস জাতীয় গাছ। যে গাছের পাতার দু'ধারে রয়েছে কাঁটা। কাঁটাটা নয়, পাতার ভিতরে যেটা রয়েছে সেটাই একটি মহৌষধ। চামড়ার শুষ্কতা, ব্রণর সমস্যা, পেটের রোগ, হার্টের এবং ফুসফুস সুস্থ রাখতে এবং পুড়ে গেলে ব্যবহার করা যেতে পারে এই গাছ।
advertisement
2/7
ভেষজ গুণাবলী ছাড়াও শুনলে অবাক হবেন এই গাছের রয়েছে বাণিজ্যিক গুণাবলীও। বাড়িতেই গাছ রেখে স্বনির্ভরতার পথ দেখতে পারেন আপনি। কোন ভেষজ গাছ এটি? উত্তর হল অ্যালোভেরা।
advertisement
3/7
অ্যালোভেরা গাছের ভেষজ গুণাবলী গুলি সবিস্তারে বললেন বাঁকুড়ার প্রাক্তন মেডিক্যাল অফিসার, আয়ুষ শাখা। ডঃ নির্মল চন্দ্র হাঁসদা জানান, "অ্যালোভেরা গাছের পাতার ভিতরের জেল ত্বক উজ্জ্বল করতে এবং চামড়ার শুষ্কতা দূর করতে সাহায্য করে। এছাড়াও পুড়ে গেলে অ্যালোভেরা জেল লাগালে জ্বালা কমে যায় এবং ফোস্কা পড়ে না। এছাড়াও পাতার ভিতরের জেল খাওয়ায় যায়।"
advertisement
4/7
ক্যাকটাস জাতীয় এই উদ্ভিদের শুধুমাত্র ভেষজ গুণ রয়েছে এমনটাই নয়। অ্যালোভেরা গাছের পাতায় এবং পাতার ভিতরের শাঁস ব্যবহার করে বাণিজ্যিকরণ করা যেতে পারে।
advertisement
5/7
প্রাক্তন মেডিক্যাল অফিসার ড. নির্মল চন্দ্র হাঁসদা জানান, অ্যালোভেরা পাতার শাঁস ব্যবহার করে তৈরি হচ্ছে অ্যালোভেরা জুস। এছাড়াও বিভিন্ন রকমের জৈব ক্রিম তৈরি করা হয়। অ্যালোভেরা জুস হৃৎপিণ্ড এবং ফুসফুসের জন্য অত্যন্ত উপকারী। পেটের রোগ সারাতে ব্যবহার করা হয় অ্যালোভেরা।
advertisement
6/7
বাঁকুড়াতে অত্যন্ত সহজলভ্য এই অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছের পরিচর্যা করাও খুব একটা কঠিন নয়। জলের পরিমাণ অল্প লাগলেও মাথায় রাখতে হবে গাছের গোড়ায় যেন জল না জমে।
advertisement
7/7
সহজেই ঘরে রাখা যেতে পারে অ্যালোভেরা গাছ। গৃহস্থ বাড়িতে যে কোনও কাজে ব্যবহার করা হয় অ্যালোভেরা। যদি আপনারও প্রয়োজন হয় অ্যালোভেরা গাছের তাহলে অবশ্যই চলে আসুন আপনার নিকটবর্তী আয়ুষ শাখা দফতরে। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বিনামূল্যে নিয়ে যান অ্যালোভেরা উদ্ভিদ। (নীলাঞ্জন ব্যানার্জি)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
All Rounder Tree: গাছও হয় 'অলরাউন্ডার'! পা থেকে মাথা পর্যন্ত 'চকচক' করবে এটি ব্যবহার করলে, জানুন