Alia Bhatt’s wedding look and jewelleries : রণবীরের পছন্দের সংখ্যার হিরেতে গাঁথা আংটি, নজর কেড়েছে নববধূ আলিয়ার মহার্ঘ্য অলঙ্কার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Alia Bhatt’s wedding look and jewelleries : এখনও সোশ্যাল মিডিয়া মুখর তাঁদের বিয়ের গুঞ্জন ও ছবিতে৷ আলোচনার কেন্দ্রে নববধূর সাজ ও অলঙ্কারও৷
advertisement
1/10

তপ্ত বৈশাখেও সমাজমাধ্যমে মধুমাস৷ সৌজন্যে, আলিয়া ও রণবীরের বিয়ে৷ গত ১৪ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েছেন রালিয়া৷ তার পর থেকে এখনও সোশ্যাল মিডিয়া মুখর তাঁদের বিয়ের গুঞ্জন ও ছবিতে৷ আলোচনার কেন্দ্রে নববধূর সাজ ও অলঙ্কারও৷
advertisement
2/10
প্রায় নো মেকআপ লুকে বিয়ের দিন আলিয়ার পরনে ছিল আইভরি অরগ্যাঞ্জা শাড়ি৷ মেহন্দিতে পরেছিলেন ফুশিয়া লেহঙ্গা চোলি৷আইভরি অরগ্যাঞ্জা শাড়ির জমিন জুড়ে ছিল হাতে বোনা সূক্ষ্ম টিল্লা কাজ৷ যোগ্য সঙ্গত দিয়েছিল হাতে বোনা টিস্যু ওড়না৷
advertisement
3/10
তবে আলিয়ার বিয়ের অলঙ্কার ছিল যথেষ্ট চোখধাঁধাঁনো৷ সাবেকিয়ানার নক্সায় মিশে গিয়েছিল আধুনিকতার ছোঁয়া৷ আলিয়ার গয়নার মধ্যে সবথেকে চর্চিত তাঁর বিয়ের আংটি৷
advertisement
4/10
শোনা যাচ্ছে, বিশ্বখ্যাত অলঙ্কার প্রস্তুতকারী সংস্থা ভ্যঁ ক্লিফ অ্যান্ড অ্যার্পেলস তৈরি করেছে এই আংটি৷ আংটির নক্সা মঞ্জুর করেছেন স্বয়ং রণবীর৷
advertisement
5/10
রণবীরের সৌভাগ্যসূচক সংখ্যা হল ৮৷ তাই আলিয়ার বিয়ের আংটিতে আছে ৮ টি হিরে৷ আলিয়ার চম্পককলি আঙুলের সজ্জা হিসেবে আংটিখানি তৈরি হয়েছে লন্ডনে৷ সাধারণত এই ধরণের কাস্টমাইজড আংটি তৈরিতে সময় লাগে অন্তত ৯ মাস৷
advertisement
6/10
আলিয়ার পরনে বিয়ের সাজে অন্যান্য অলঙ্কার ছিল সব্যসাচীর হেরিটেজ জুয়েলারি সম্ভারের৷ আনকাট হিরে ও হাতে গাঁথা মুক্তো দিয়ে সাজানো ছিল গয়না৷ আনকাট ডায়মন্ড নেকলেসের সঙ্গে আলিয়া পরেছিলেন সেরকমই কানের দুল ৷ হাতে ছিল বালা ও কড়হা৷
advertisement
7/10
কালো পুঁতি ও সোনার চেনে গাঁথা মঙ্গলসূত্রের টিয়ারড্রপ ডায়মন্ড পেনড্যান্টে ছিল ইনফিনিটি চিহ্ন৷ এই চিহ্ন ও ৮ সংখ্যার প্রতি রণবীরের দুর্বলতা বহু চর্চিত৷
advertisement
8/10
তাই ৮ সংখ্যা ছড়িয়ে ছিল আলিয়ার সাজের সর্বত্র৷ সোনালি জড়ি ও চুমকির কারুকাজে ওড়না জুড়ে বোনা ছিল বিয়ের তারিখ৷ সেখানে ইংরেজিতে নক্সাফোঁড়ে তোলা হয় বিয়ের তারিখ ১৪ এপ্রিল, ২০২২৷
advertisement
9/10
বিয়ের কনেসাজে আলিয়ার হাতের কলিরে-র রূপও চিরাচরিত চেহারার বাইরে৷ সোনালির বদলে সেখানে রুপোলি ছোঁয়া৷ ৮ সংখ্যা সেখানেও ছিল স্বমহিমায়৷
advertisement
10/10
রণবীর-আলিয়ার প্রেমের সূত্রপাত ‘ব্রহ্মাস্ত্র’ বির শ্যুটিঙে৷ তাঁদের পাঁচ বছরের প্রেম অবশেষে পরিণত হল দাম্পত্যে৷ গোটা কপূর পরিবার মেতে উঠেছিল বিয়ের আনন্দে৷ নতুন জীবনের সূত্রপাতে নবদম্পতিকে আশীর্বাদ জানিয়েছেন করিনা কপূর, সোনি রাজদান, নীতু কপূর, মৌনী রায়, ঋদ্ধিমা কপূর-সহ দুই পরিবারের অন্যান্যরা এবং বলিউডের তারকামহল৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Alia Bhatt’s wedding look and jewelleries : রণবীরের পছন্দের সংখ্যার হিরেতে গাঁথা আংটি, নজর কেড়েছে নববধূ আলিয়ার মহার্ঘ্য অলঙ্কার