TRENDING:

Air Conditioner machine : সামান্য কিছু টিপস মানলেই এসি মেশিন দেদার চালালেও বিদ্যুতের বিল বাড়বে না

Last Updated:
Air Conditioner machine : রইল কিছু টিপস৷ যাতে আপনি দেদার এসি মেশিন চালালেও বিদ্যুৎ বিল থাকবে নিয়ন্ত্রণেই৷
advertisement
1/5
সামান্য কিছু টিপস মানলেই এসি মেশিন দেদার চালালেও বিদ্যুতের বিল বাড়বে না
অত্যধিক গরমে শীতাতপ য্ন্ত্র ব্যবহার না করলে গরম বা ঘাম থেকে নিস্তার নেই৷ কিন্তু বাতানুকূল যন্ত্রের জন্য বিদ্যুৎ বিলও আকাশছোঁয়া হয়ে যায়৷ রইল কিছু টিপস৷ যাতে আপনি দেদার এসি মেশিন চালালেও বিদ্যুৎ বিল থাকবে নিয়ন্ত্রণেই৷
advertisement
2/5
আধুনিক এসি মেশিনে নানা রকম মোড থাকে৷ ড্রাই, কুল, ফ্যান-সহ নানা মোডে চালানো যেতে পারে যন্ত্রকে৷ এসি সব সময় কুলিং মোডে রাখুন৷ তাহলে বিদ্যুতের বিল চড়া হবে না৷
advertisement
3/5
অনেক সময়েই আমরা কম তাপমাত্রায় বাতানুকূল যন্ত্র চালাই৷ তার পর গরম লাগলে আবার তাপমাত্রা বাড়িয়ে দিই৷ ক্রমাগত বার বার তাপমাত্রা বৃদ্ধি ও হ্রাসের ফলে শীতাতপ যন্ত্রের ফলে বিদ্যুতের বিল বেশি চলে আসে৷ সমস্যা এড়াতে বাতানুকূল যন্ত্রকে স্ট্যান্ডার্ড তাপমাত্রায় রাখুন৷ তাহলে ঘরের তাপমাত্রা ঠিক থাকবে৷ আবার বিল-ও আয়ত্তেই থাকবে৷
advertisement
4/5
শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র চালানোর পর ঘরের দরজা জানালা সব সময় ভাল করে বন্ধ রাখবেন৷ তা না করলে ভিতরের বাতাস বাইরে বেরিয়ে যায়৷ বাইরে থেকে গরম বাতাস ভিতরে প্রবেশ করে৷ ফলে যন্ত্রের উপর চাপ ও বিদ্যুত বিল-দুই-ই বাড়তে থাকে৷
advertisement
5/5
ক্রমাগত ব্যবহারের ফলে এসি মেশিনের ডাক্ট ও ভেন্টে ধুলোময়লা জমতে থাকে৷ ফলে শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র থেকে ঘরের সর্বত্র ঠান্ডা বাতাস ঠিকমতো পৌঁছতে পারে না৷ নির্দষ্ট সময় পর পর শীতাতপ নিয়ন্ত্রণকারী যন্ত্রের ফিল্টার পরিবর্তন করুন৷ দক্ষ মেকানিককে দিয়ে সার্ভিসিং করান৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Air Conditioner machine : সামান্য কিছু টিপস মানলেই এসি মেশিন দেদার চালালেও বিদ্যুতের বিল বাড়বে না
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল