Air Condition Cleaning Tips: ঘর ঠান্ডা হবে কাশ্মীরের মতো! ১৫ মিনিটে ঝকঝক করবে AC! বাড়িতে এই পদ্ধতিতে করুন ময়লা জব্দ!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Air Condition Cleaning Tips: AC পরিষ্কার করার জন্য টেকনিসিয়ান দরকার। কিন্তু প্রতিবার টেকনিসিয়ান ডেকে AC পরিষ্কার করার খরচও অনেক। সেকারণে অনেকেই নির্দিষ্ট সময়ে AC পরিষ্কার করান না। এই সমস্যার সমাধান রয়েছে।
advertisement
1/9

প্রায় গরম পড়তে শুরু করে দিয়ছে। ইতিমধ্যে বহু বাড়িতে ফ্যান চালানোও হচ্ছে। তবে, গতবছরের অভিজ্ঞতায় দেখা গেছে যা গরম পড়ছে তাতে শুধু ফ্যান দিয়ে হবে না।
advertisement
2/9
তাই, সবার বাড়িতেই এখন AC আছে। কিন্তু AC কিনলেই হবে না। নিয়মিত পরিচ্ছন্ন রাখা দরকার।
advertisement
3/9
AC পরিষ্কার করার জন্য টেকনিসিয়ান দরকার। কিন্তু প্রতিবার টেকনিসিয়ান ডেকে AC পরিষ্কার করার খরচও অনেক। সেকারণে অনেকেই নির্দিষ্ট সময়ে AC পরিষ্কার করান না। এই সমস্যার সমাধান রয়েছে।
advertisement
4/9
নিজেই পরিষ্কার করতে পারেন আপনার বাড়ির AC। তার জন্য কোনও খরচ হবে না। এবং পুরো বিষয়টি অত্যন্ত সহজ।
advertisement
5/9
AC ফিল্টার পরিষ্কার রাখা দরকার। কারণ ফিল্টার পরিষ্কার না রাখলে AC-র ভিতরে বাতাস সঠিকভাবে চলাচল করতে পারে না। ঠান্ডা হাওয়া পেতে বেশ সমস্যা তৈরি হয়।
advertisement
6/9
AC ফিল্টার পরিষ্কার- প্রথমে AC ভেন্ট কভার খোলার জন্য স্ক্রু ড্রাইভার ব্যবহার করতে পারেন। তবে, বর্তমানে যে মডেলের AC-তৈরি হচ্ছে তাতে কোনও স্ক্রু ড্রাইভার থাকছে। সাধারণ ক্লিপের মাধ্যমেও তা খোলা সম্ভব।
advertisement
7/9
সেখান থেকে ফিল্টার খুলে ভাল করে জল বা কোনও লিক্যুয়িড সাবান দিয়ে ধুয়ে নিন। এরপর শুকিয়ে গেলে তা ফের AC-র ভিতর লাগিয়ে দিন।
advertisement
8/9
এছাড়াও AC-র ইনডোর ইউনিটের উপরে রয়েছে একটি নেট। সেখানেও অনেক সময় ময়লা জমে। ওই জায়গাটি কাপড় দিয়ে ভাল করে মুছে নিন। এছাড়াও আউটডোর ইউনিটটিও পরিষ্কার করা দরকার।
advertisement
9/9
আউটডোর ইউনিট পরিষ্কার করার সময় কোনও কাপড় নিয়ে ফ্যানের ব্লেড পরিষ্কার রাখতে পারেন। তবে, AC পরিষ্কার করার সময় অবশ্যই বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হবে। কারণ তা না হলে বিপদ হতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Air Condition Cleaning Tips: ঘর ঠান্ডা হবে কাশ্মীরের মতো! ১৫ মিনিটে ঝকঝক করবে AC! বাড়িতে এই পদ্ধতিতে করুন ময়লা জব্দ!