TRENDING:

Age Gap In Relationship: সঙ্গীর সঙ্গে বয়সের বিরাট ফারাক? ভালোবাসা জুঁইফুলের মতো টাটকা রাখার 'সিক্রেট' হাতে রাখুন!

Last Updated:
Age Gap In Relationship: বিশেষজ্ঞরা বলছেন, এরকম ধরনের সম্পর্ক টিকিয়ে রাখার বিশেষ কিছু নিয়ম রয়েছে। যা ঠিকঠাক মেনে চললে, প্রেম, দাম্পত্য হবে সুখের, সঙ্গীর সঙ্গে প্রতিটি মুহূর্ত হবে একদম নতুন, চনমনে।
advertisement
1/8
সঙ্গীর সঙ্গে বয়সের বিরাট ফারাক? ভালোবাসা জুঁইফুলের মতো টাটকা রাখার 'সিক্রেট'...
সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)। যেদিন থেকে আলিয়া ও রণবীরের প্রেমের খবর সামনে আসে, সেদিন থেকেই কবে এই জুটি বিয়ে করবে, তা নিয়ে চলছিল নানা জল্পনা। অবশেষে চার হাত এক হচ্ছে আজ। আলিয়া রণবীরের অনুরাগীদের উৎসাহ উদ্দীপনা কম নয়। তবে এরই মধ্যে নিন্দুকদের মুখে শোনা গিয়েছে অন্য কথা। প্রায় ১০ বছরের ছোট আলিয়াকে রণবীরের বিয়ে করা নিয়ে আড়ালে আবডালে গুনগুন ফিসফাঁশ কিছু কম নয়।
advertisement
2/8
একইরকম কানাঘুষো চলতে থাকে অর্জুন কাপুর ও মালাইকা অরোরাকে নিয়েও। বয়সে অর্জুনের থেকে অনেকটাই বড় আরবাজ খানের প্রাক্তন স্ত্রী বর্তমানে অর্জুন-প্রেয়সী মালাইকা। তাতে অবশ্য তাঁদের মাথাব্যথা না থাকলেও অনেকেরই ঘুম নেই। নিক-প্রিয়াঙ্কার বয়সের ফারাক নিয়েও কম চর্চা চলে না বলিউড পাড়ায়।
advertisement
3/8
তবে শুধু সেলেবদের মধ্যেই নয়। সঙ্গীর সঙ্গে বেশি বয়সের তফাৎ দেখা যায় সাধারণ মানুষের মধ্যেও। অনেকে তো পছন্দই করেন সঙ্গী হবেন একটু বয়স্ক ও পরিণত। বিশেষজ্ঞরা বলছেন, এরকম ধরনের সম্পর্ক টিকিয়ে রাখার বিশেষ কিছু নিয়ম রয়েছে। যা ঠিকঠাক মেনে চললে, প্রেম, দাম্পত্য হবে সুখের, সঙ্গীর সঙ্গে প্রতিটি মুহূর্ত হবে একদম নতুন, চনমনে।
advertisement
4/8
১) মাথায় এই বিষয়টা বুঝে নেওয়া খুব জরুরি যে বয়স একটা সংখ্যা বৈ আর কিছুই নয়। তাই প্রেম করার সময় প্রথমেই ভুলে যেতে হবে বয়সের তফাৎ। তবে হ্যাঁ, সঙ্গীর সঙ্গে সময় কাটানো বা কথা বলার সময় মাঝে মধ্যে এই তফাৎটা সামনে আনাও জরুরি। তবে তা যেন হয় নমনীয়ভাবে।
advertisement
5/8
২) আপনি যেভাবে পৃথিবীকে দেখছেন, আপনার বয়সে ছোট বা বড় সঙ্গী সেভাবে হয়তো দেখছেন না। তাই বিরক্ত না হয়ে, বরং ধৈর্যশীল হন। বরং সঙ্গীকে বোঝার একটু চেষ্টা করুন। সময় দিন। অনেক কিছু অর্থহীন মনে হলেও তাঁর মতো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন।
advertisement
6/8
৩) এই ধরণের সম্পর্কের ফারাকের ক্ষেত্রে যান বয়স বেশি তিনি অনেকসময় নিজের ইচ্ছে চাপিয়ে দেন অপেক্ষাকৃত কমবয়সি সঙ্গীর ওপর। এটা একেবারেই ঠিক নয়। আপনি বয়সে একটু বেশি বড় বলে সঙ্গীর উপর নিজের ইচ্ছে গুলো চাপিয়ে দেবেন না কখনই। উল্টে নিজেই সঙ্গীকে বুঝতে দিন আপনার পছন্দ ও অপছন্দ।
advertisement
7/8
৪) একইভাবে উল্টো ক্ষেত্রেও সচেতন থাকতে হবে। অর্থাৎ বয়সে ছোট বলেই যে সব সময় আবদার করতে হবে নানারকম, তা কিন্তু নয়। কারণ, আপনারা প্রেমের সম্পর্কে রয়েছেন। কেউ কারও অভিভবাক নন। বন্ধুর মতো থাকাটাই বাঞ্ছনীয়। সঙ্গীর ওপর বেশি মাত্রায় নির্ভরশীল হলেও তাঁর একটা সময় ভালো নাও লাগতে পারে।
advertisement
8/8
৫) মূলত ভালোবাসা ও বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে যেকোনও সম্পর্ক। তাই এই বিষয়টা মনে রাখুন। বয়স বেশি মানেই সম্পর্কে আপনি রুল করবেন তা কিন্ত একেবারেই নয়। এটা অবশ্যই দু’জনেরই ভাবা উচিত।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Age Gap In Relationship: সঙ্গীর সঙ্গে বয়সের বিরাট ফারাক? ভালোবাসা জুঁইফুলের মতো টাটকা রাখার 'সিক্রেট' হাতে রাখুন!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল