Afternoon Nap: দুপুরে ভাত খেলেই ঘুম কেন পায়? ভাত-ঘুম শরীরের ক্ষতি করে, না উপকার? জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Afternoon Nap: দুপুরে ভাত খেলেই কেমন যেন চোখ বুজে আসে। অফিসে হোক বা বাড়িতে ঘুম পাবেই। কিন্তু এই ভাত ঘুম আদতে শরীরের জন্য ভাল না খারাপ? কেন পায় ভাত ঘুম? জানুন
advertisement
1/5

ভাত খাওয়ার পর ঘুম পাইনি, এমন মানুষ মেলা মুশকিল। সে অফিসে কাজের মাঝে হোক বা বাড়িতে দুপুরে ভাত খেলেই একটা ঘুম ঘুম ভাব হয়! কিন্তু কেন হয় এমন? জানুন এই ভাত ঘুমের আসল কারণ! photo source collected
advertisement
2/5
ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বা শর্করা থাকায় তা গ্লুকোজে পরিণত হয়। গ্লুকোজের জন্য ইনসুলিনের দরকার হয়। শরীরে ইনসুলিনের পরিমাণ বেড়ে গেলে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড ট্রিপটোফ্যান দুই হরমোন মেলাটোনিন ও সেরাটোনিনের পরিমাণ বাড়িয়ে দেয়।photo source collected
advertisement
3/5
হঠাত্ করে দুই হরমোন বেড়ে যাওয়ার কারণেই ঘুম ঘুম ভাব হয়। এই সময় শরীর হজমের কাজে ব্যস্ত হয়ে যায়। আর ঘুম পায়। তবে এই সময় ঘুমানো কিন্তু একদম ঠিক নয়। photo source collected
advertisement
4/5
ভাত খেয়েই ঘুমিয়ে পড়লে, হজমের কাজে বাধা পড়ে। ফলে শরীরে নানা অসুখ দানা বাঁধে। photo source collected
advertisement
5/5
তবে দুপুরের ভাত ঘুম এড়াতে ভাতের বদলে রুটি খাওয়াই যেতে পারে। চেষ্টা করবেন ভাত খেয়েই না ঘুমিয়ে পড়তে। photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Afternoon Nap: দুপুরে ভাত খেলেই ঘুম কেন পায়? ভাত-ঘুম শরীরের ক্ষতি করে, না উপকার? জানুন