TRENDING:

African Village Here In India: আফ্রিকার স্বাদ ভারতেই, এই গ্রামের সবাই আফ্রিকার মানুষ, ভারতের কোথায় আফ্রিকার এই গ্রাম? পড়ুন

Last Updated:
গ্রামে ঢুকে নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না! চারপাশের মানুষজন আফ্রিকার মানুষ
advertisement
1/6
আফ্রিকার স্বাদ ভারতেই,গ্রামের সবাই আফ্রিকার মানুষ,ভারতের কোথায় আফ্রিকার এই গ্রাম
আফ্রিকার স্বাদ ভারতেই! কীভাবে? আপনাকে যেতে হবে জাম্বুর গ্রামে। গুজরাতের এই গ্রাম 'আফ্রিকার গ্রাম' বলেও পরিচিত। সেই কোন কাল থেকে আফ্রিকার বাসিন্দাদের বাস এই গ্রামে। গ্রামে ঢুকে নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না! চারপাশের মানুষজন আফ্রিকার মানুষ। মনে হবে যেন আফ্রিকায় পৌঁছে গিয়েছেন
advertisement
2/6
৭ শতাব্দীতে ভারতে আরবি অনুপ্রবেশের সময় আফ্রিকার সিদ্দি জনগোষ্ঠির মানুষ প্রথম এদেশে আসেন। তাঁদের মধ্যে কেউ ছিলেন পেশায় ব্যবসায়ী, কেউ বা নাবিক। বহু সিদ্দি গোষ্ঠির মানুষকে ভারতে ক্রিতদাস হিসাবেও নিয়ে আসে পর্তুগিজরা। সেই থেকে তাঁদের বসবাস ভারতে।
advertisement
3/6
জাম্বুর গ্রামটি গুজরাতের গির অরণ্যের মধ্যে অবস্থিত। এই গ্রামের বাসিন্দারা সিদ্দি গোষ্ঠির, তাঁদের উৎস আফ্রিকায়। অর্থাৎ জিনগতভাবে এই গ্রামের প্রতিটা বাসিন্দা আফ্রিকার মানুষ। তাঁদের চেহারাও আফ্রিকার বাসিন্দাদের মত। তবে, বাসিন্দা হিসাবে তাঁরা ভারতীয়ই।
advertisement
4/6
তবে, এদেশে থাকতে থাকতে এই জনগোষ্ঠি ভারতকেই তাঁদের দেশ মানেন। আফ্রিকার ভাষা তাঁরা জানেন না। গ্রামে গেলে দেখতে পাবেন, অনর্গল গুজরাতি ভাষাতেই কথা বলছেন গ্রামবাসীরা।
advertisement
5/6
জাম্বুর গ্রামের বাসিন্দারা সরাসরি বান্টু প্রজাতির বংশধর।
advertisement
6/6
এই গ্রামের প্রাচীন রীতি হল, বিয়ে হবে এই গ্রামের মধ্যেই। বাইরের কাউকে বিয়ে করতে পারবেন না গ্রামের পুরুষ বা নারীরা। কাজেই জিনের সংমিশ্রণ হয় না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
African Village Here In India: আফ্রিকার স্বাদ ভারতেই, এই গ্রামের সবাই আফ্রিকার মানুষ, ভারতের কোথায় আফ্রিকার এই গ্রাম? পড়ুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল