TRENDING:

Aeshra Patel: কখনও বিকিনি,কখনও বিভাজিকা...এই লাস্যময়ী সুপার মডেল লড়েছেন গুজরাতের পঞ্চায়েত নির্বাচনে

Last Updated:
মুম্বইয়ে প্রচুর কাজ করেছেন আয়েশরা। একাধিক প্রথম সারির ব্র্যান্ডের অ্যাড-এ দেখা গিয়েছে সুন্দরী এই সুপার মডেলকে।
advertisement
1/6
কখনও বিকিনি,কখনও বিভাজিকা...এই লাস্যময়ী লড়েছেন গুজরাতের পঞ্চায়েত নির্বাচনে
ঝাঁ-চকচকে গ্ল্যামার দুনিয়ার মোহময়ী হাতছানি পাশে রেখে তিনি বেছে নিয়েছেন গ্রামের ধুলোমাখা মেঠো পথ! রবিবার গুজরাতের কবিতা গ্রামে দেখা মিলল গুজরাতের পঞ্চায়েত নির্বাচনের (Gujarat Panchayat Election) প্রার্থী সুপার মডেল আয়েশরা প্যাটেল-এর (Aeshra Patel)। চলতি বছরে গুজরাটের কবিতা গ্রামের ‘সরপঞ্চ’ হওয়ার জন্য লড়ছেন আয়েশরা।
advertisement
2/6
২০১৬-১৭ সাল পর্যন্ত গুজরাতের ছোটা উড়েপুর জেলার সংখেড়া তালুকের কবিতা গ্রামেই থাকতেন আয়েশরা প্যাটেল। সেখান থেকে পিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করতে ভদোদরায় যান তিনি। সেখান থেকে পাড়ি দেন মুম্বই।
advertisement
3/6
রাজনীতি অবশ্য আয়েশরার কাছে নতুন নয়, তাঁর বাবা নরহরি প্যাটেল দু’বার পঞ্চায়েত নির্বাচনে জিতে গ্রামের সরপঞ্চ হয়েছেন
advertisement
4/6
মুম্বইয়ে প্রচুর কাজ করেছেন আয়েশরা। একাধিক প্রথম সারির ব্র্যান্ডের অ্যাড-এ দেখা গিয়েছে সুন্দরী এই সুপার মডেলকে। তিনি জানান, লকডাউনের সময় গ্রামে ছিলেন। তখনই বুঝতে পারেন গ্রামের মানুষদের দুর্দশার কথা! ঠিক করেন পঞ্চায়েত ভোটে দাঁড়াবেন।
advertisement
5/6
ইতিমধ্যেই গুজরাতের পঞ্চায়েত ভোট সম্পন্ন হয়েছে। আবার বিতর্কেও জড়িয়েছেন আয়েশরা। তিনি ও তাঁর বাবা-সহ ১০ জনের বিরুদ্ধে তফসিলি উপজাতির উদ্দেশে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগ এনেছেন আয়েশরার বিরোধী প্রার্থী জ্যোতি সোলাঙ্কির স্বামী মনোজ।
advertisement
6/6
নিজের জয় নিয়ে আশাবাদী থাকলেও পঞ্চায়েত ভোটে হেরে যান আয়েশরা
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Aeshra Patel: কখনও বিকিনি,কখনও বিভাজিকা...এই লাস্যময়ী সুপার মডেল লড়েছেন গুজরাতের পঞ্চায়েত নির্বাচনে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল