Acne Problem: ব্রণ গায়েব হবে ১ দিনে! শুধু করতে হবে তিনটি কাজ, ত্বকে লাল-লাল দাগছোপ নিমেষে উধাও
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Acne Problem: যাদের তৈলাক্ত ত্বক তারা অধিকাংশই ব্রণর সমস্যায় ভুগে থাকেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে রইল বিশেষ টিপস। রইল সহজ টোটকার হদিশ।
advertisement
1/11

গরমের দিনে হিট র‍্যাশ। তারপরেই বর্ষায় ব্রণর সমস্যা। অনেকেই জানেন না, রোজের বেশ কিছু অভ্যাস ত্বকে ব্রণ-ফুস্কুড়ির সমস্যা বাড়িয়ে তোলে। এমনকি বার বার মুখ ধুলেও কিন্তু ব্রণ হতে পারে।
advertisement
2/11
যাদের তৈলাক্ত ত্বক তারা অধিকাংশই ব্রণর সমস্যায় ভুগে থাকেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে রইল বিশেষ টিপস। রইল সহজ টোটকার হদিশ।
advertisement
3/11
ব্রণ দূর হবে মাত্র ১ দিনে, রইল তিন চমকপ্রদ উপায়ের হদিশ, জেনে নিন কী করবেন।
advertisement
4/11
ত্বকের ব্রণ দূর করতে লাগান বরফ। রুমালে জড়িয়েই বরফ দেবেন, সরাসরি ত্বক নয়। বরফ প্রদাহ কমান। রক্তনালিগুলোকে সঙ্কুচিত করে। ফলে ফোলা ভাব, ব্যথা কমে যায়।
advertisement
5/11
পরিষ্কার কাপড়ে বা নরম কাপড়ে এক টুকরো বরফ নিন। তা ৫ থেকে ১০ মিনিট তা ব্রণর ওপর রাখুন। প্রতি ঘন্টায় এক বার করে করতে পারেন। এতে ত্বকের ক্ষতি হতে পারে।
advertisement
6/11
টি ট্রি অয়েলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য আছে। এই তেল ব্রণর ওপর লাগান।
advertisement
7/11
তুলোয় করে এক ফোঁটা টি ট্রি নিন। তা ব্রণর উপর লাগান। রাতে ঘুমনোর আগে ব্যবহার করুন। মিলবে উপকার। দূর হবে ব্রণ।
advertisement
8/11
মধু ব্যবহার করতে পারেন। মধুতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য আছে। এটি ব্রণর ওপর লাগান।
advertisement
9/11
১৫ থেকে ২০ মিনিট রাখুন। হালকা গরম জলে ধুয়ে ফেলুন। মিলবে উপকার।
advertisement
10/11
বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ই--তে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ব্রণ নিরাময় করার ক্ষমতা রাখে৷
advertisement
11/11
এটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে এবং কোষের পুনর্জন্মে সাহায্য করে৷ ত্বক উজ্জ্বল করতে অত্যন্ত সাহায্য করে ভিটামিন ই৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Acne Problem: ব্রণ গায়েব হবে ১ দিনে! শুধু করতে হবে তিনটি কাজ, ত্বকে লাল-লাল দাগছোপ নিমেষে উধাও