TRENDING:

Acidity Problem: ভুল সময়ে ভুল খাবার খেয়ে বদহজম? গলা-বুক জ্বলছে? চোঁয়া ঢেকুরে গা গোলাচ্ছে? রইল ৫ ঘরোয়া টোটকা

Last Updated:
Acidity Problem: এক বার গলাজ্বালা, বুক জ্বালার সমস্যা শুরু হলে যে শারীরিক অস্বস্তি হতে থাকে, তা সহ্য করা সহজ নয়। খাবার দেখলেই আতঙ্ক হয় ওই সময়ে। বাঁচতে হলে কী করবেন?
advertisement
1/8
ভুল সময়ে ভুল খাবার খেয়ে বদহজম? গলা-বুক জ্বালা? চোঁয়া ঢেকুরে গা গোলানো? রইল ৫ ঘরোয়া টোটকা
ভুল খাবার খেয়ে বা অসময়ে খাবার খেয়ে আকছার অ্যাসিডিটির সমস্যায় ভোগেন অনেকে।
advertisement
2/8
আর এক বার গলাজ্বালা, বুক জ্বালার সমস্যা শুরু হলে যে শারীরিক অস্বস্তি হতে থাকে, তা সহ্য করা সহজ নয়। খাবার দেখলেই আতঙ্ক হয় ওই সময়ে।
advertisement
3/8
অনেকেই অ্যাসিডিটির সমস্যায় বা রোগ হলেই ওষুধ খাওয়া পছন্দ করেন না। তাঁদের জন্য রইল অ্যাসিডিটি তাড়ানোর পাঁচ ঘরোয়া টোটকা
advertisement
4/8
জোয়ানে আছে থাইমল। যা অ্যাসিডিটি কমাতে পারে। দ্রুত উপকার পাওয়া যাবে। তবে জোয়ান কাঁচা না খেয়ে সামান্য নুন দিয়ে শুকনো কড়াইয়ে নেড়ে নিন।
advertisement
5/8
খাবার খাওয়ার পরে মৌরী খাওয়ার চল রয়েছে ভারতে। তা আসলে অ্যাসিডের সমস্যা ঠেকানোর জন্যই।
advertisement
6/8
ঠান্ডা দুধ বা ঘরের তাপমাত্রায় থাকা দুধ খেলেও অ্যাসিডিটির সমস্যা মিটতে পারে।গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সংক্রমণে ডায়রিয়া, পেটব্যথা, খিঁচুনি, বমি-বারবার হওয়া ইত্যাদি লক্ষণ দেখা যায়।
advertisement
7/8
এক টেবিল চামচ মধু এক গ্লাস ঈষদোষ্ণ জলে গুলে নিয়ে ধীরে ধীরে খান। চাইলে এতে কয়েক ফোঁটা লেবুর রসও দিতে পারেন। অ্যাসিডিটির সমস্যা দূর করতে কাজে লাগবে।
advertisement
8/8
ধনেপাতা বা গোটা ধনের দানা-- দুটিই অ্যাসিডের সমস্যা দূর করতে সাহায্য করতে পারে। পেট ফাঁপা, গা গুলনো বা অ্যাসিডিটি থেকে বুকে অস্বস্তি হলে ধনেপাতার রস বা গোটা ধনে ভোজানো চা খেয়ে দেখতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Acidity Problem: ভুল সময়ে ভুল খাবার খেয়ে বদহজম? গলা-বুক জ্বলছে? চোঁয়া ঢেকুরে গা গোলাচ্ছে? রইল ৫ ঘরোয়া টোটকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল