TRENDING:

Abir India: আবির ইন্ডিয়া-র ফার্স্ট টেক; শিল্পের নতুন সংজ্ঞা রচনা করে চলেছে এই ব্যতিক্রমী উৎসব

Last Updated:
Abir India’s First Take 2021 revives young art community: এই ফাউন্ডেশনের কাজ হল দেশের বিভিন্ন প্রান্তের পেন্টার, ডিজাইনার ইত্যাদি শিল্পী সম্প্রদায়ের যুবপ্রতিভাকে সকলের সামনে তুলে ধরা।
advertisement
1/6
Abir India’s First Take: শিল্পের নতুন সংজ্ঞা রচনা করে চলেছে এই ব্যতিক্রমী উৎসব
ফার্স্ট টেক (First Take) আর্ট ফেস্টিভ্যাল ২০২১ এবার পা দিল পঞ্চম দফায়, প্রতিবারের মতো এবারেও পাওয়া গিয়েছে অভূতপূর্ব সাফল্য। আবির ইন্ডিয়া (Abir India) দ্বারা আয়োজিত এই আর্ট ফেস্টিভ্যালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের শিল্পী যোগদান করেন।
advertisement
2/6
এ বছর পঞ্চম বারের ফার্স্ট টেক আর্ট ফেস্টিভ্যালে প্রায় ২৫০০-র ওপর সাবমিশন জমা পড়েছে। দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ২৫০-র বেশি পিনকোড থেকে এই আবেদনপত্র এসেছে। এর মধ্যে থেকে বেছে নেওয়া হয় প্রায় ১২২ জন শিল্পীকে। এর পর তাঁদের দক্ষতার ভিত্তিতে ১০ জন বিজেতার নাম ঘোষণা করা হয়। আবির ইন্ডিয়া হল আহমেদাবাদের একটি নন-প্রফিট ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের কাজ হল দেশের বিভিন্ন প্রান্তের পেন্টার, ডিজাইনার ইত্যাদি শিল্পী সম্প্রদায়ের যুবপ্রতিভাকে সকলের সামনে তুলে ধরা।
advertisement
3/6
২০২১ সালের পঞ্চম দফার এই আর্ট ফেস্টিভ্যাল নিয়ে আবির ইন্ডিয়া রিসিভ করেছে প্রায় ১০,২০০ আবেদনপত্র। এর মধ্যে থেকে বেছে নেওয়া হয় প্রায় ৬২০ জন শিল্পীকে এবং ৪২ জন শিল্পীকে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। ফার্স্ট টেক আর্ট ফেস্টিভ্যাল ২০২১-এর পঞ্চম দফায় উপযুক্ত শিল্পী বেছে নেওয়ার জন্য গড়া হয়েছিল একটি প্যানেল।
advertisement
4/6
এই প্যানেলে ছিলেন কে এস রাধাকৃষ্ণন, আর এম পালানিয়াপ্পান, বাসুদেবন আক্কিথাম, ক্রিস্টিন মাইকেল এবং হার্টমাট ওয়ার্সটারের মতো প্রতিভাবান বিচারকেরা। এই প্যানেলই ১২২ জন নির্বাচিত শিল্পীর থেকে ১০ জন বিজেতাকে বেছে নেয়।
advertisement
5/6
এই ১০ জনকে বেছে নেওয়া হয় তাঁদের আইডিয়া, এক্সপ্রেশন এবং দক্ষতার ভিত্তিতে। ১০ জন বিজেতার প্রত্যেককেই দেওয়া হয় একটি করে ট্রফি এবং ৫০,০০০ টাকা। এর মধ্যে রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধরনের শিল্পীরা। ফার্স্ট টেক আর্ট ফেস্টিভ্যাল ২০২১-এর পঞ্চম দফার ১০ জন বিজেতা হলেন মহারাষ্ট্রের পুণের শুভঙ্কর সুরেশ চান্দের, মহারাষ্ট্রের থানের কিন্নরী জিতেন্দ্র তন্দেলকর, হায়দারাবাদের শ্রীপমা দত্ত, অসমের বারামার জিন্তু মোহন কালিতা, পশ্চিমবঙ্গের কলকাতার প্রিয়া রঞ্জন পুরকাইত, পশ্চিমবঙ্গের লালগোলার আসিফ ইমরান, হিমাচল প্রদেশের সোলানের চেরিং নেগি, গুজরাতর সুরেন্দ্র নগরের রুতভিকা মেহেতা, ভদোদরার মৌসম মাংলা এবং জিতিন জায়া কুমার।
advertisement
6/6
এঁরা তাঁদের আবেদনপত্র জমা করেছিলেন বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো হল মিক্সড মিডিয়া, লিনোকাটস, স্কাল্পচার ইত্যাদি। আবির ইন্ডিয়ার পঞ্চম দফার এই ফার্স্ট টেক আর্ট ফেস্টিভ্যাল ২০২১, এক বিরাট সাফল্য অর্জন করেছে। দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীদের কাজ সকলের সামনে তুলে ধরার এই মঞ্চ নিঃসন্দেহে এগিয়ে নিয়ে যাবে দেশের শিল্পকলাকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Abir India: আবির ইন্ডিয়া-র ফার্স্ট টেক; শিল্পের নতুন সংজ্ঞা রচনা করে চলেছে এই ব্যতিক্রমী উৎসব
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল