Fan Care: সাবধান! যে কোনও মুহূর্তেই বন্ধ হয়ে যেতে পারে ফ্যান, এই কয়েকটা উপায় মেনে চলে বিপদ এড়ানো সম্ভব
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
অনেক সময় বিছানা থেকে ফ্যানের নাগাল পাওয়া যায় না। সেক্ষেত্রে টুল বা মইয়ে উঠে এই কাজ করতে হয়। তাতে অনেকসময় পড়ে যাওয়ার ভয় থাকে। তাই বাজার থেকে কেনা ফ্যান ডাস্টারের ব্যবহার করতে পারেন।
advertisement
1/5

গরমকালে আমাদের একপশলা স্বস্তি এনে দিতে ফ্যান সারা টা বছর ঘুরেই যায়। তাকেও তো একটু আধটু যত্ন করতে হবে। নয়তো গরমের দিনে মোক্ষম সময় কিন্তু সে বিগরোতেই পারে।
advertisement
2/5
ফ্যান পরিষ্কার করার জন্য প্রথমেই বিছানার উপর একটা বাতিল কাপড় পেতে দিন। নয়তো ফ্যানের ধুলো পড়ে বিছানা অপরিষ্কার হয়ে যেতে পারে।শুকনো কাপড় দিয়ে প্রথমে ধুলোগুলোকে ভাল করে ঝেড়ে নিন। এক্ষেত্রে কাগজও ব্যবহার করতে পারেন।
advertisement
3/5
তারপর অবশ্যই ভেজা কাপড় দিয়ে ভাল করে ফ্যানের ব্লেডগুলোকে মুছে নিন।
advertisement
4/5
অনেক সময় বিছানা থেকে ফ্যানের নাগাল পাওয়া যায় না। সেক্ষেত্রে টুল বা মইয়ে উঠে এই কাজ করতে হয়। তাতে অনেকসময় পড়ে যাওয়ার ভয় থাকে। তাই বাজার থেকে কেনা ফ্যান ডাস্টারের ব্যবহার করতে পারেন।
advertisement
5/5
ফ্যানে জেদি ময়লা দূর করার ক্ষেত্রে জলের সঙ্গে ভিনিগার গুলেও ব্যবহার করতে পারেন। আবার বাজারে অনেক রকম স্প্রে কিনতে পাওয়া যায় সেই গুলোও ব্যবহার করে পারেন। প্রতি সাত থেকে দশ দিনে ফ্যান পরিস্কার করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fan Care: সাবধান! যে কোনও মুহূর্তেই বন্ধ হয়ে যেতে পারে ফ্যান, এই কয়েকটা উপায় মেনে চলে বিপদ এড়ানো সম্ভব