TRENDING:

Rendezvous with Ichamati: ইছামতীর কোল বেয়ে বনবীথিতে মনের মনুষের সঙ্গে একান্তে নিভৃত সময় যাপনে তরতাজা মন

Last Updated:
Rendezvous with Ichamati: খাঁড়ির ধারে চোখে পড়বে সারি সারি বাবলা গাছ। সবুজে ভরা গাছপালার সমাহার নিরিবিলি পরিবেশকে আরও মনোরম করে তুলেছে। হালকা বাতাসে গাছের পাতার মর্মরধ্বনি এক ভিন্ন অনুভূতি এনে দেয়।
advertisement
1/6
ইছামতীর কোল বেয়ে বনবীথিতে মনের মনুষের সঙ্গে একান্তে নিভৃত সময় যাপনে তরতাজা মন
বসিরহাট শহরের কাছেই সীমান্তবর্তী এলাকা, যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে চাইলে একদিনের ভ্রমণের জন্য আদর্শ হতে পারে এই জায়গাটি। এখানে গেলে মনে হবে প্রকৃতির কাছে ফিরে এসেছেন।
advertisement
2/6
ইছামতি নদী থেকে বেরিয়ে আসা একটি সরু খাঁড়ি বয়ে গেছে এই অঞ্চলের বুক চিরে। খাঁড়ির দুই ধারে সবুজে ঘেরা নির্জন প্রাকৃতিক পরিবেশ যেন ভ্রমণকারীর মনে বাড়তি প্রশান্তি যোগ করে। নদী আর খাঁড়ির জলধারা মিলেমিশে জায়গাটিকে দিয়েছে অন্যরকম আবহ।
advertisement
3/6
গাছপালার পাশেই বিস্তীর্ণ সবুজ ফসলের ক্ষেত। ভোরবেলায় কিংবা দুপুরে ভ্রমণে বেরোলে দূর থেকে ভেসে আসবে পাখির কলতান। প্রকৃতির সঙ্গে মানুষের জীবিকার এই মেলবন্ধন এলাকা ঘুরতে আসা মানুষকে এক নতুন স্বাদ দেয়।
advertisement
4/6
খাঁড়ির ধারে চোখে পড়বে সারি সারি বাবলা গাছ। সবুজে ভরা গাছপালার সমাহার নিরিবিলি পরিবেশকে আরও মনোরম করে তুলেছে। হালকা বাতাসে গাছের পাতার মর্মরধ্বনি এক ভিন্ন অনুভূতি এনে দেয়।
advertisement
5/6
যারা নির্জনতা ভালোবাসেন বা বন্ধু-বান্ধব নিয়ে নিরিবিলি জায়গায় আড্ডা দিতে চান, তাদের জন্য মেরুদন্ডী হতে পারে আদর্শ গন্তব্য। শান্ত পরিবেশে কয়েক ঘণ্টা কাটালে শরীর-মন দুটোই প্রশান্ত হয়ে উঠবে।
advertisement
6/6
তবে মনে রাখতে হবে, এই জায়গাটি দিনের বেলায় ঘোরার জন্য উপযুক্ত হলেও সন্ধ্যার পর নির্জনতা কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ভ্রমণের পরিকল্পনা করলে দিনের বেলায় ঘুরে আসাই ভালো। নিরাপত্তার দিক বিবেচনা করেও এটাই সর্বোত্তম।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rendezvous with Ichamati: ইছামতীর কোল বেয়ে বনবীথিতে মনের মনুষের সঙ্গে একান্তে নিভৃত সময় যাপনে তরতাজা মন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল