থাকবেন বসের নেকনজরে, কুড়োবেন প্রশংসা! কর্মজগতে এই কয়েকটা নিয়ম মেনে চলুন...
- Published by:Shubhagata Dey
Last Updated:
কাজের জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করাই হল সাফল্যের প্রথম ধাপ। রইল সেই নিয়েই সাতটি জরুরি পরামর্শ।
advertisement
1/8

*ছোট চাকরি হোক বা বড়, সরকারি হোক বা বেসরকারি, প্রত্যেক কর্মীই চান তাঁদের কর্মক্ষেত্রে আলাদা একটি জায়গা হোক। তাঁরা যেন নিজেদের সেখানে প্রতিষ্ঠা করতে পারেন। তবে দেখা যায় যে সব সময় সেটা সম্ভব হচ্ছে না। অনেক দক্ষতা থাকা স্বত্বেও উচ্চমহলে তিনি কোনও প্রশংসা পাচ্ছেন বা কর্তৃপক্ষ সেই ব্যক্তিকে দেখেও দেখছেন না। এছাড়াও উল্লেখযোগ্য কর্মক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা। সঠিকভাবে সেখানে নিজেকে উপস্থাপন না করতে পারলে থেকে যায় পিছিয়ে পড়ার আশঙ্কা। একটা কথা মাথায় রাখতে হবে- কাজের জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করাই হল সাফল্যের প্রথম ধাপ। রইল সেই নিয়েই সাতটি জরুরি পরামর্শ। প্রতীকী ছবি।
advertisement
2/8
*নিজে উদ্যোগী হন: আপনার নিজের কাজটুকু হয়ে গেলেই ব্যাগ কাঁধে বাড়িমুখো হবেন, আজকের দিনে এই ধারণা অচল। কিছু কিছু বিষয়ে আপনাকে নিজেই এগিয়ে এসে উদ্যোগ নিতে হবে। যদি এমন কোনও কাজ থাকে যা নিয়ে আপনার বস বা অন্যান্য সিনিয়াররা হাবুডুবু খাচ্ছেন, তাঁদের সাহায্য করুন কাজ শেষ করতে। প্রতীকী ছবি।
advertisement
3/8
*সবার সঙ্গে সদ্ভাব বজায় রাখুন: আধুনিক জীবনের ওয়ার্ক কালচার বলে কেউ আপনার বন্ধু নয় আবার কেউ শত্রুও নয়। কাজের জায়গায় যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে না সেটা বলছি না। কিন্তু কাজের জায়গায় সবার আগে সম্পর্ক কাজের। তাই সবার সঙ্গে সদ্ভাব বজায় রাখাই ভালো। তবে সব সময় বেশি কিছু করার দরকার নেই। সহকর্মীদের জন্য এক কাপ কফি নিয়ে আসা, তাঁদের জন্মদিনে শুভেচ্ছা জানালেও যথেষ্ট কাজ দেয়।প্রতীকী ছবি।
advertisement
4/8
*অফিসের এক্সট্রা কারিকুলার কাজে অংশ নিন: অফিস ছুটি হলেই আমার দায়িত্ব শেষ এটা ভেবে এগোবেন না। ছোট ছোট অনুষ্ঠান, পিকনিক বা কোনও প্রতিযোগিতা হলে সেখানে অংশ নিন। এতেও কিন্তু অনেকটাই পিআর নেটওয়ার্ক গড়ে ওঠে। প্রতীকী ছবি।
advertisement
5/8
*অফিসের সমৃদ্ধিতে সহায়তা করুন: কোম্পানির শ্রীবৃদ্ধি হলে আখেরে আপনারই লাভ। তাই যদি এমন কোনও সুযোগ আসে যেখানে অফিস বা কোম্পানি লাভবান হতে পারে সেই সুযোগ হাতছাড়া করবেন না। উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার এর চেয়ে ভালো উপায় আর নেই। প্রতীকী ছবি।
advertisement
6/8
*সবার সঙ্গে হাত মিলিয়ে কাজ করুন: কিছু কিছু প্রোজেক্ট থাকে যেখানে সবার সঙ্গে কাজ করতে হয়। আমিই সর্বেসর্বা এটা না ভেবে সবার সঙ্গে সহযোগিতা করে কাজ করুন। এতে কোম্পানি বুঝতে পারবে যে আপনি একজন দক্ষ টিম প্লেয়ার। প্রতীকী ছবি।
advertisement
7/8
*পরনিন্দা এড়িয়ে চলুন: কার মনে কী আছে আপনি জানেন না,তাই যথা সম্ভব পরনিন্দা পরচর্চা বা অকারণে কারও নামে খারাপ কথা বলা এগুলো এড়িয়ে চলুন। প্রতীকী ছবি।
advertisement
8/8
*নিজের মনের কথা খুলে বলুন: কোনও আইডিয়া বা কোম্পানির ভালো হয় এরকম কোনও পন্থা জানা থাকলে সেটা সবার সামনে বলতে লজ্জা পাবেন না। হতে পারে সেই আইডিয়া নস্যাৎ হয়ে গেল কিন্তু তাও বলা উচিত। এতে কোম্পানি অন্তত এটুকু বুঝতে পারবে যে আপনি আলাদা করে এই নিয়ে চিন্তা ভাবনা করছেন। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
থাকবেন বসের নেকনজরে, কুড়োবেন প্রশংসা! কর্মজগতে এই কয়েকটা নিয়ম মেনে চলুন...