TRENDING:

বিছানায় পুরুষের এই ৫ বিষয় মহিলাদের সবচেয়ে বেশি অপছন্দের!

Last Updated:
Healthy Lifestyle : ব্য়বহারে আনতে হবে পরিবর্তন। এই ৫ বিষয় একেবারেই পছন্দ নয় মহিলাদের। জেনে নিন সেগুলি এক এক করে...
advertisement
1/6
বিছানায় পুরুষের এই ৫ বিষয় মহিলাদের সবচেয়ে বেশি অপছন্দের!
যৌন মিলন বা সঙ্গম ঠিক কতক্ষণ হওয়া উচিত? এ নিয়ে নানা প্রশ্ন মাঝে মধ্যেই উঠে আসে। বিশেষ করে মেয়েরা কতক্ষণে তৃপ্তি পান, তা নিয়েও অনেক পুরুষের প্রশ্ন থাকে। কতক্ষণ সঙ্গমে যৌন তৃপ্তি পান মহিলারা? বিছানায় সুখ দিতে হলে পুরুষদের জানতেই হবে সঠিক যৌন মিলনের সময়! তারসঙ্গে ব্য়বহারে আনতে হবে পরিবর্তন। এই ৫ বিষয় একেবারেই পছন্দ নয় মহিলাদের। জেনে নিন সেগুলি এক এক করে...
advertisement
2/6
১) মহিলারা সঙ্গমের সময় পুরুষদের চুপ করে থাকা একেবারেই পছন্দ করেন না। রোম্য়ান্টিক কথোপকথনই যৌনতায় আনে আরও মধুরতা। মহিলারা তাই সেই সময় বুদ্ধিদীপ্ত কথাই বেশি পছন্দ করেন।
advertisement
3/6
২) আদরের সময় বুকের কাছে অংশ বেশি রোম্য়ান্টিক বটে। তবে সেই সময় হালকা এবং আদরের সঙ্গে জরিয়ে ধরা আরও বেশী আকর্ষিত করেন পুরুষদের।
advertisement
4/6
৩) মোজা পরে থাকবেন না যৌনমিলনের সময়। ভীষণ আলসে দেখায় তাতে। মোজা মোটেই পছন্দ নয় মহিলাদের।
advertisement
5/6
৪) কনডোম ছাড়া যৌনমিলনে বেশি আগ্রহী হয় মহিলারা। সঙ্গে সঙ্গে পুরুষের নিয়ন্ত্রণক্ষমতা বেশি হলে আকর্ষিত হয় মহিলারা।
advertisement
6/6
৫) যৌন মিলন বা সঙ্গম ঠিক কতক্ষণ হওয়া উচিত তা বুঝতে হবে পুরুষকে। কতক্ষণ সঙ্গমে যৌন তৃপ্তি পান মহিলারা তা মাথায় রাখতে হবে। যৌনমিলনের পর তৃপ্তি পরে আসে মহিলাদের, তাও মাথায় রাখতে হবে পুরুষকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বিছানায় পুরুষের এই ৫ বিষয় মহিলাদের সবচেয়ে বেশি অপছন্দের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল