TRENDING:

Banyan Tree: বয়স পেরিয়েছে ৫০০ বছর! হাসনাবাদে প্রাচীন পবিত্র বটগাছের টানে ভিড় জমান অগণিত মানুষ

Last Updated:
Banyan Tree: কিন্তু বেশ কয়েক বছরে একাধিক প্রাকৃতিক দুর্যোগে প্রাচীন বট গাছের কিছু অংশ নষ্ট হয়ে গেছে। কিন্তু আজও এলাকার মানুষের কাছে প্রাচীন এই বট গাছ যেন বড় মায়ার। প্রাচীন এই বট বৃক্ষকে কেন্দ্র করে আছে একাধিক স্মৃতিকথাও। এমন গাছে নিদর্শন মিলে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের রামেশ্বরপুর গোরা তলায়।
advertisement
1/6
বয়স পেরিয়েছে ৫০০ বছর! হাসনাবাদে প্রাচীন পবিত্র বটগাছের টানে ভিড় জমান অগণিত মানুষ
বয়স প্রায় পাঁচ শতাধিক, আজও আকাশের বুক চিরে যেন গ্রামের ঐতিহ্য ধরে রেখেছে পুরনো বট বৃক্ষ। যত পুরানো হয়েছে এই গাছ থেকে ঝুরি নেমে সেই গাছের আকার আরো বিস্তার লাভ করেছে।
advertisement
2/6
কিন্তু বেশ কয়েক বছরে একাধিক প্রাকৃতিক দুর্যোগে প্রাচীন বট গাছের কিছু অংশ নষ্ট হয়ে গেছে। কিন্তু আজও এলাকার মানুষের কাছে প্রাচীন এই বট গাছ যেন বড় মায়ার। প্রাচীন এই বট বৃক্ষেকে কেন্দ্র করে আছে একাধিক স্মৃতিকথাও। এমন গাছে নিদর্শন মিলে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের রামেশ্বরপুর গোরা তলায়।
advertisement
3/6
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছিয়াশি শতক জমির উপরে দাঁড়িয়ে আছে এই বট বৃক্ষ। এক সময় এলাকার মানুষ ওই বট গাছের তলায় গিয়ে বিভিন্ন রকম প্রার্থনা করতেন। সারা বছর শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশে এই জায়গায় এলাকার মানুষ যেমন সময় কাটার ঠিক তেমনি শিশু কিশোরদের খেলার জায়গা হয়ে ওঠে। দুর দুরান্ত থেকে অনেকেই আসেন দেখতেও।
advertisement
4/6
সময় বহু মানুষ এখানে একসময় পিকনিকের জন্য আসতেন আজও বহু মানুষ এই রামেশ্বরপুরের বটতলায় ঘুরতে আসেন। এই বটগাছের নিচেই রয়েছে একটি পীরের মাজার। কথিত আছে পীর গোরাচাঁদ এক সময় তার ধর্ম প্রচারে বেরিয়ে এই বটবৃক্ষের নিচে সাধনা করেছিলেন সেই সময় থেকেই এই জায়গাটির নাম গোরাতলা।
advertisement
5/6
এলাকার যত বয়স্ক মানুষের কাছেই জানতে চাওয়া যায় এই বট গাছের গল্প বা এই বটগাছের আসল গোড়া কোথায় সেই খবর কেউই দিতে পারেনা। তারা জানায় তাদের পূর্বপুরুষরাও গল্প করে গেছেন এবং এই গাছের মূল কান্ডটি কোন জায়গায় অবস্থিত বলতে পারতেন না।
advertisement
6/6
গ্রীষ্মের এই দাবদাহে এই বট বৃক্ষের নিচে আশ্রয় নেয় ক্লান্ত পথিক, আবার গ্রামের ছেলে মেয়েরা কোথাও বা দোল খায়, আবার কখনো বা নব প্রজন্মকে দেখা যায় একটু বিনোদনের জন্যে এই বট গাছের নিচে। তবে এলাকার মানুষ এই গাছের ক্ষতি চান না, তাদের বিশ্বাস এই গাছের ক্ষতি হলে গ্রামের ক্ষতি হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Banyan Tree: বয়স পেরিয়েছে ৫০০ বছর! হাসনাবাদে প্রাচীন পবিত্র বটগাছের টানে ভিড় জমান অগণিত মানুষ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল