PLASTIC BOTTLE: বিষ ছড়াচ্ছে প্লাস্টিক! এই পাঁচ পথে প্লাস্টিকের বোতল থেকে বিষ ঢুকছে শরীরে
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

প্লাস্টিকের বোতলে (PLASTIC BOTTLE) যে বিশেষ কেমিক্যাল থাকে, সেগুলি শরীরে হরমোনের সমস্যা তৈরি করতে পারে। Bisphenol-A (BPA)-নামে যে কেমিক্যালের উপস্থিতি থাকে প্লাস্টিকের বোতলে (PLASTIC BOTTLE), সেটি শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে বলে মনে করছেন অনেকেই। এ ছাড়াও একাধিক কেমিক্যাল শরীরে হরমোনের সমস্যা তৈরি করে। Photo by Unsplash
advertisement
2/5
প্লাস্টিকের বোতল বা PET (Polyethylene Terephthalate)-বোতল শরীরে ক্যান্সার সৃষ্টির সম্ভাবনা তৈরি করে। গবেষকরা দেখেছেন, প্লাস্টিকের বোতল থেকে শরীরে প্রবেশ করতে পারে বেনজিন ও আর্সেনিক। কারণ এতে থাকে carcinogenic নামে একটি উপাদান। প্লাস্টিকের বোতলে দীর্ঘ ক্ষণ জল ভরে রাখলে এগুলি জলে মিশে যায়। Photo by Unsplash
advertisement
3/5
বাইরে থেকে যে প্যাকেজ করা খাবার জল আমরা খাই, তার অনেক ক্ষেত্রেই সমস্যা থাকে। গবেষকরা দেখেছেন, প্রতি চারটি বোতলের একটিতে ভরা থাকে কলের জল। যাতে মিশে থাকতে পারে একাধিক উপাদান। Photo by Unsplash
advertisement
4/5
অনেকসময় অন্য কোনও পানীয়ের প্লাস্টিক বোতল (PLASTIC BOTTLE) বাড়িতে ব্যবহার করা হয়। দীর্ঘ দিন সেটি ব্যবহারের ফলে সেই বোতল ফেরত কেমিক্যাল শরীরে নানারকম প্রতিক্রিয়া তৈরি করে। Photo by Unsplash
advertisement
5/5
এ ছাড়াও রয়েছে প্লাস্টিক দূষণের সমস্যা। ব্যবহার করার পর যে প্লাস্টিক ফেলে দেওয়া হয়, সেগুলি নানা ভাবে প্রকৃতির দূষণ ঘটায়। যা পরোক্ষ ভাবে আমাদের শরীরে প্রবেশ করায় বিষ বাস্প। Photo by Nareeta Martin on Unsplash
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
PLASTIC BOTTLE: বিষ ছড়াচ্ছে প্লাস্টিক! এই পাঁচ পথে প্লাস্টিকের বোতল থেকে বিষ ঢুকছে শরীরে