বর্ষায় কীভাবে যত্ন নেবেন বাড়ির কাঠের ফার্নিচারের? জানুন সহজ উপায়
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
বর্ষা মৌসুমে আসবাব যত্নে রাখার পাঁচটি কৌশল সম্পর্কে জেনে নিন
advertisement
1/6

বর্ষায় নানা রোগব্যাধি থেকে নিজেকে সুরক্ষার জন্য যেমন বাড়তি যত্ন দরকার, তেমনি ঘরের আসবাব সুরক্ষিত রাখতেও প্রয়োজন সঠিক যত্ন। কাঠের যম জল! কাজেই বর্ষাকালে বেচারা কাঠের আসবাবপত্রের করুণ অবস্থা হয়! যদিও বা বৃষ্টির জলের হাত থেকে রক্ষা করা গেল, কিন্তু ভেজা আবহাওয়াকে দূরে ঠেলবেন কী করে ? কাজেই, বর্ষায় কাঠের আসবাবের যত্ন করতে--
advertisement
2/6
কাঠের দেওয়াল থেকে আর্দ্রতা টানার প্রবণতা থাকে। তাই বর্ষাকালে দেওয়াল থেকে কম করে ছয় ইঞ্চি দূরে কাঠে আসবাব পত্র রাখুন। বৃষ্টির ভয়ে ভুলেও সারাদিন ঘর বন্ধ রাখবেন না! তা হলে আদ্রতে বাইরে বেরতে পারবে না! বৃষ্টি পড়া বন্ধ হলে জানলা খুলে দিন! এতে ঘরে আলো বাতাস প্রবেশ করবে এবং ঘর আদ্রতা মুক্ত থাকবে।
advertisement
3/6
কর্পুর বা ন্যাপথেলিন আদ্রতা শুষে নেয়। কাজেই বর্ষার ক'দিন ফার্নিচারের কোণে কর্পুর বা ন্যাপথেলিন দিয়ে রাখুন। চাইলে সারা বছরও দিতে পারেন। কারণ, শুধু মাত্র আদ্রতে শোষন নয়, কর্পুর, ন্যাপথেলিন পোকামাকড়ের হাত থেকেও আসবাব পত্রকে বাঁচায়। তবে বাড়িতে ছোট বাচ্চা থাকলে ন্যাপথেলিন ব্যবহার করবেন না! ন্যাপথেলিন বিষাক্ত! সেক্ষেত্রে নিমপাতা বা বড় এলাচ ব্যবহার করুন।
advertisement
4/6
ঘরের তাপমাত্রা ঠিক রাখতে ও স্যাঁতস্যাঁতে-ভাব দূর করতে ‘হিউমিডিফায়ার’ খুব উপকারি। ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকলে আসবাবও দীর্ঘস্থায়ী হবে। বৃষ্টির জল এসবের গায়ে না লাগে।
advertisement
5/6
আসবাব পরিষ্কার করতে ভেজা কাপড় ব্যবহার করবেন না। শুকনো ও পরিষ্কার কাপড় দিয়ে কাঠের আসবাব মুছতে হবে। নিয়মিত আসবাব পরিষ্কার করলে বর্ষায় কাঠের আসবাবে ময়লা জমাট বেঁধে থাকে না। এমনকি হাতে জল লেগে থাকা অবস্থায় কোনো আসবাব হাত দিয়ে ধরা উচিত না।
advertisement
6/6
কাঠের আসবাব ভালো রাখতে বছরে দু-একবার বার্নিশ বা ল্যাকোয়ার-এর পালিশ করান। এতে কাঠের ছিদ্র বন্ধ হয়, আসবাব অনেকদিন পর্যন্ত এক্কেবারে নতুনের মতো থাকে, কাঠ ফুলেও ওঠে না! যেকোনও ধরনের বোর্ডের ফার্নিচার, যেমন পারটেক্সের তৈরি আসবাবপত্র তৈরির সময়ই বোর্ডের কাটা অংশে ভাল করে পুটিং লাগিয়ে নিতে হবে। এতে বাতাস বা পানি জমে ফুলে যাওয়ার আশঙ্কা কম থাকে।