Driving Tips: কখনও হবে না দুর্ঘটনা! গাড়ি চালানোর সময় করলে এই কাজ, জেনে নিন সকল চালকেরা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
5 most important tips for avoid accident during car driving: নতুন ড্রাইভিং শেখার পর গাড়ি নিয়ে বেরোলে বাড়িক লোকের একটা চিন্তা থেকেই যায়। নিজের মধ্যেও একটা আবেগ ও উত্তজনা কাজ করে। তাই সদ্য ড্রাইভিং শিখেই গাড়ি চালানোটা কম চ্যালেঞ্জের নয়। নতুন শিখে গাড়ি চালানোর কয়েকটি নিয়ম মেনে চললে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
advertisement
1/6

নতুন ড্রাইভিং শেখার পর গাড়ি নিয়ে বেরোলে বাড়িক লোকের একটা চিন্তা থেকেই যায়। নিজের মধ্যেও একটা আবেগ ও উত্তজনা কাজ করে। তাই সদ্য ড্রাইভিং শিখেই গাড়ি চালানোটা কম চ্যালেঞ্জের নয়। নতুন শিখে গাড়ি চালানোর কয়েকটি নিয়ম মেনে চললে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
advertisement
2/6
কোনও জিনিস নতুন শিখলে অনুশীলনের প্রয়োজন হয়। গাড়ি চালানোর ক্ষেত্রেও তাই। ফলে নতুন ড্রাইভিং শেখার পর বড় রাস্তায় না গিয়ে পাড়ার ভিতর ছোট গলিতে গাড়ি চালিয়ে হাত পাকা করে নেওয়া উচিৎ।
advertisement
3/6
নতুন গাড়ি চালানোর সময় পাশে দক্ষ কাউকে রাখা উচিৎ। এতে মনের সাহস বাড়ে ও কোনও সমস্যা হলে তাঁর সাহায্য নেওয়া যায়। একইসঙ্গে রাস্তায় অন্য গাড়ির সঙ্গে কয়েক হাত দূরত্ব বজায় রেখেই গাড়ি চালানো উচিৎ।
advertisement
4/6
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নতুন গাড়ি চালানোর সময় সামনের গ্লাসে ও পিছনের গ্লাসে 'পি' অথবা 'এল' লাগান। এর অর্থ হল প্রবিশন পিরিয়ড আর লার্নার। তাহলে অন্য গাড়ির চালকরাও বুঝতে পারবেন আপনি সদ্য গাড়ি চালানো শিখছেন।
advertisement
5/6
এছাড়া কোনও মোড় ঘোরার সময় সবসময় মথায় রাখুন ইন্ডিকেটর লাইট জানানোর কথা। এই বিষয়টি অনেকেই মাথায় রাখতে পারে না। এর ফলে অধিকাংশ দুর্ঘটনা ঘটে। এই ভুল দীর্ঘ দিনের পুরনো চালকাও মাঝে মধ্যে করে ফেলে।
advertisement
6/6
আর নতুন ড্রাইভিং শিখুন আর পুরনো গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোনের ব্যবহার একেবারেই উচিত নয়। দুর্ঘটনা ঘটনার অন্যতম প্রধান কারণ হল গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা। ফলে এটি একেবারে এড়িয়ে চলুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Driving Tips: কখনও হবে না দুর্ঘটনা! গাড়ি চালানোর সময় করলে এই কাজ, জেনে নিন সকল চালকেরা