Kitchen Hack: দামী গ্যাস চলবে ২-৩ মাস, রান্নাঘরের ৩টি নিয়ম গ্যাসের খরচ কমবেই, রান্নাও হবে চটজলদি
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
দৈনন্দিন জীবনে গ্যাসের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গ্যাসের দাম। ফলে খালি হচ্ছে আপনার পকেট। ফলে গ্যাসের ব্যবহার কমানো জানতে হবে আপনাকে।
advertisement
1/6

দৈনন্দিন জীবনে গ্যাসের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গ্যাসের দাম। ফলে খালি হচ্ছে আপনার পকেট। ফলে গ্যাসের ব্যবহার কমানো জানতে হবে আপনাকে।
advertisement
2/6
রান্নার কাজে প্রেসার কুকার ব্যবহার করতে পারেন। কুকারে ভাত ছাড়াও আরো অনেক ধরনের খাবার রান্না করা যায়। এতে গ্যাসের চাহিদা কিছুটা কমবে।
advertisement
3/6
ভাত রান্নার সময় কম এবং পরিমাণমত জল দিতে হবে। জলের পরিমাণ বেশি হলে তা ফুটতে সময় বেশি লাগে। অল্প গ্যাসে রান্না করতে হলে যতটা সম্ভব জলের পরিমাণ কমাতে হবে।
advertisement
4/6
সবজির টুকরো বড় করে কাটলে তা সিদ্ধ হতে বেশি সময় নেয়। তাই দ্রুত সেদ্ধ করার জন্য ছোট ছোট করে কাটতে হবে।
advertisement
5/6
চাল এবং ডালের মত খাবারগুলো রান্নার আগে ভিজিয়ে রাখতে হবে। ভালোভাবে ভিজলে তা সিদ্ধ হতে কম সময় লাগে।
advertisement
6/6
খাবার বেশি রান্না করে ফ্রিজে রাখতে হবে। রান্নার সময় পাতলা হাঁড়ি ব্যবহার করতে হবে। রান্নার একেবারে শেষে ওভেন বন্ধ করতে হবে। তবেই কমবে গ্যাসের ব্যবহার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kitchen Hack: দামী গ্যাস চলবে ২-৩ মাস, রান্নাঘরের ৩টি নিয়ম গ্যাসের খরচ কমবেই, রান্নাও হবে চটজলদি