10 Worst Rated Indian Street Food : আপনার জিভে জল আনে অথচ নিকৃষ্ট খাবারের শীর্ষে! দেশের ১০ স্ট্রিট ফুডের তালিকায় চমকে যাবেন
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
10 Worst Rated Indian Street Food : যে খাবারগুলি জনপ্রিয়তার নিরিখে একেবারে তলানিতে বাস করছে, তাদের ১০টি নাম এখানে প্রকাশ করা হল। সেই ১০টি খাবারই রাস্তার, অর্থাৎ স্ট্রিট ফুড। জনতার বিচারে সবচেয়ে খারাপ স্ট্রিট ফুডের তালিকা
advertisement
1/12

বিকল্পের শেষ নেই। ভারতজুড়ে অগুন্তি রেসিপি। দক্ষিণ থেকে উত্তর, পশ্চিম থেকে পূর্ব, এক দেশে এত ধরনের খাবার থাকতে পারে! সেগুলি নিয়ে টেস্ট অ্যাটলাস নতুন এক তালিকা প্রকাশ করল।
advertisement
2/12
যে খাবারগুলি জনপ্রিয়তার নিরিখে একেবারে তলানিতে বাস করছে, তাদের ১০টি নাম এখানে প্রকাশ করা হল। সেই ১০টি খাবারই রাস্তার, অর্থাৎ স্ট্রিট ফুড। জনতার বিচারে সবচেয়ে খারাপ স্ট্রিট ফুডের তালিকা-
advertisement
3/12
১০ নম্বর: আলু বোন্ডা- দক্ষিণ ভারতীয় খাবার। আলু সিদ্ধ করে পুর বানিয়ে লাল লাল করে ভাজা চপের মতো।
advertisement
4/12
৯ নম্বর: ফুলকপির পরোটা- উত্তর ভারতীয় জলখাবার হিসেবে অত্যন্ত জনপ্রিয় হওয়া সত্ত্বেও ফুলকপির পরোটা মানুষের মনজয় করতে পারেনি।
advertisement
5/12
৮ নম্বর: পাপড়ি চাট- কেবল উত্তর ভারত নয়, পাকিস্তান অ বাংলাদেশেও পাপড়ি চাটের যথেষ্ট জনপ্রিয়তা আছে।
advertisement
6/12
৭ নম্বর: শাবুদানা বড়া- মহারাষ্ট্রের স্ন্যাক। শাবুদানা দিয়ে তৈরি মুচমুচে সুস্বাদু বড়া। উপবাস ভাঙার সময়ে এই রেসিপি খুবই উপকারী।
advertisement
7/12
৬ নম্বর: দই বড়া- দই দিয়ে বানানো টক টক রেসিপি। আপনার স্বাদের জন্য উপযুক্ত হলেও এই খাবার জনতার ভালবাসা পায়নি।
advertisement
8/12
৫ নম্বর: ডিমের ভুজিয়া- পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, সস দিয়ে তৈরি এই ডিম ভাজা অনেকেরই জিভে জল আনে। তাও অধিকাংশ মানুষ নম্বরই দিলেন না এই খাবারকে।
advertisement
9/12
৪ নম্বর: বম্বে স্যান্ডউইচ- পুষ্টিগুণে ভরপুর। তা সত্ত্বেও খাদ্যরসিকদের পছন্দের তালিকায় নেই। মাখান মাখানো পাঁউরুটিতে সবজি দিয়ে ভরে সবুজ চাটনি দিয়ে পরিবেশিত হয়।
advertisement
10/12
৩ নম্বর: গুজরাতের দাবেলি- বার্গার বানে মেশানো নানা মশলা, আলু সিদ্ধ, কর্ন ইত্যাদি দিয়ে তৈরি একটি স্ন্যাক, যা মূলত গুজরাতে পাওয়া যায়।
advertisement
11/12
২ নম্বর: সেভ- সেমাই বা সেমুই অথবা সেভ দিয়ে ঝুরি ঝুরি নানা ধরনের ডিশ বানানো যায়। মধ্যপ্রদেশের এই খাবার নুডলের কথা মনে করায়।
advertisement
12/12
১ নম্বর: দই পুরি- কোথাও বলে দই পুরি, কোথাও গোলগাপ্পা, কোথাও পানিপুরি, কোথাও আবার ফুচকা! চমকে যাচ্ছেন তো? দই ফুচকাই সবথেকে নিকৃষ্টমানের স্ট্রিট ফুড বলে দাবি আমজনতার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
10 Worst Rated Indian Street Food : আপনার জিভে জল আনে অথচ নিকৃষ্ট খাবারের শীর্ষে! দেশের ১০ স্ট্রিট ফুডের তালিকায় চমকে যাবেন