TRENDING:

Beauty Tips: ডিম, ভাত! কালো কুচকুচে চুলের আসল রহস্য লুকিয়ে আছে এতেই

Last Updated:
Dark Black Thick Hair: দেখে নেওয়া যাক ঘন, কালো চুল পেতে কোন ঘরোয়া টোটকা ও ডায়েট মেনে চলতে হবে।
advertisement
1/8
ডিম, ভাত! কালো কুচকুচে চুলের আসল রহস্য লুকিয়ে আছে এতেই
কুঁচবরণ কন্যা তার মেঘবরণ চুল। ঘন, কালো আর ঝলমলে। অনেকেই মনে করেন, এসব রূপকথাতেই সম্ভব। কারণ আজকের ব্যস্ত জীবনে চুল পড়া কিংবা চুল পেকে যাওয়া সাধারণ সমস্যা। চারদিকে দূষণ। তার মধ্যে ঘন কালো চুল ধরে রাখা চ্যালেঞ্জ বই কি!হ্যাঁ, চ্যালেঞ্জ অবশ্যই কিন্তু অসম্ভব নয়। এ জন্য নামিদামি পণ্য কিনতে হবে না। সাধারণ কয়েকটি ঘরোয়া টোটকাতেই হয়ে ওঠা যাবে রূপকথার রাপুনজেল। সঙ্গে মেনে চলতে হবে স্বাস্থ্যকর ডায়েট। এখানে দেখে নেওয়া যাক ঘন, কালো চুল পেতে কোন ঘরোয়া টোটকা ও ডায়েট মেনে চলতে হবে।
advertisement
2/8
পেঁয়াজের রস: পেঁয়াজ পিষে রস বের করে সেটা চুলে লাগাতে হবে। তারপর সালফেটমুক্ত শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে চুল। পেঁয়াজের তীব্র গন্ধে অস্বস্তি হতে পারে। চাইলে পেঁয়াজের রসে সামান্য নারকেল তেল কিংবা লেবুর রস মিশিয়ে নেওয়া যায়।
advertisement
3/8
ফ্যান: ভাতের ফ্যান সাধারণত ফেলেই দেওয়া হয়। চুলের যত্নে এটা দারুণ কাজে লাগে। স্নানের আগে এই ফ্যান সরাসরি চুলে লাগানো যায়। কিছুক্ষণ অপেক্ষা করে স্নান করে নিতে হবে। কিংবা স্নানের পর বোতল থেকে চুলে স্প্রে-ও করা যায়।
advertisement
4/8
ডিমের মাস্ক: চুলের যত্নে ডিমের ব্যবহার বহু প্রাচীন। ডিম ফাটিয়ে তাতে অ্যালোভেরা জেল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর সেটা লাগাতে হবে চুলে। শুকোনোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করে চুল ধুয়ে ফেলতে হবে।
advertisement
5/8
ক্যাস্টর অয়েল মাসাজ: ক্যাস্টর অয়েল ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিডে ভরপুর। চুলের সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে এর বিকল্প কিছু নেই। সামান্য ক্যাস্টর অয়েল মাথার ত্বকে এবং চুলে লাগিয়ে হালকা হাতে মাসাজ করতে হবে।
advertisement
6/8
মেথি: ৮ থেকে ১০ ঘণ্টা মেথিকে ভিজিয়ে রাখতে হবে। তারপর ব্লেডারে ভালো করে পিষে বানিয়ে নিতে হবে মিহি পেস্ট। এবার সেটা মাথার ত্বকে লাগিয়ে শুকনোর জন্য আধ ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে ঠান্ডা জলে।
advertisement
7/8
নিয়মিত ধুতে হবে চুল: মারাত্মক পর্যায়ে পৌঁছেছে দূষণ। বিশেষ করে যাঁরা বাইরে বেরোন ধোঁয়া, ধুলোর সঙ্গে তাঁদের চুলকে লড়তে হয় প্রতিনিয়ত। ফলে ময়লা হয়, জট পড়ে। এ থেকে বাঁচতে সপ্তাহে অন্ত ২ থেকে ৩ বার সালফেটমুক্ত শ্যাম্পু দিয়ে চুল ধুতে হবে।
advertisement
8/8
সঠিক খাবার: ঘন চুল পেতে ডায়েটে সঠিক খাবার রাখা গুরুত্বপূর্ণ। বিশেষত প্রোটিন সমৃদ্ধ খাবার। এর সঙ্গে চাই ফ্যাটি অ্যাসিড, ওমেগা ৩ এবং আয়রন আছে এমন শাকসবজি এবং ফল ডায়েটে রাখতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Beauty Tips: ডিম, ভাত! কালো কুচকুচে চুলের আসল রহস্য লুকিয়ে আছে এতেই
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল