TRENDING:

10 Minutes Makeup Tips: সকাল থেকে রাত মেক-আপ থাকবে পারফেক্ট! গলে যাবে না! জানুন দশ মিনিটের সহজ টিপস!

Last Updated:
10 Minutes Makeup Tips: সকাল থেকে রাত পর্যন্ত ঠাকুর দেখুন! মুখের মেক-আপ একটুও উঠবে না বা গলে যাবে না! জানুন এই সঠিক পদ্ধতি
advertisement
1/7
সকাল থেকে রাত মেক-আপ থাকবে পারফেক্ট! গলে যাবে না! জানুন দশ মিনিটের সহজ টিপস!
হাতে সময় নেই! মেক-আপ করতে হবে চটপট! পুজোর সময় আবার সারাদিন ঠাকুর দেখার প্ল্যান! এই গোটা দিন মুখে মেক-আপ থাকবে তো! নাকি গলে গিয়ে একসা হবে! তবে সঠিক উপায় জানা থাকলে মাত্র দশ মিনিটে এমন মেক-আপ করতে পারবেন যা সকাল থেকে রাত পর্যন্ত একদম এক রকম থাকবে। একটুও নষ্ট হবে না! জানুন পদ্ধতি photo source collected
advertisement
2/7
মেক-আপ করার আগে ভাল করে মুখে ক্লিনসার ব্যবহার করে পরিষ্কার করে নিন! এবার মুখে সামান্য বরফ ঘষে নিন! বরফ জল শুকিয়ে গেলে মুখে ময়শ্চারাইজার বা সিরাম লাগিয়ে নিন! এর পর প্রাইমার নিয়ে ভাল করে মুখের সঙ্গে মিশিয়ে দিন! পাফ,ব্রাশ বা হাতের সাহায্যে ভাল করে মিশিয়ে দিতে হবে। এই বেসটা যদি ঠিক থাকে তাহলেই মেক-আপ সুন্দর হবে! photo source collected
advertisement
3/7
এরপর ফাউন্ডেশন নিন নিজের স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে ফাউন্ডেশন ব্যবহার করুন। বেশি ফর্সা হতে গিয়ে গায়ের রঙের থেকে বেশি সাদা ফাউন্ডেশন লাগাবেন না! ফাউন্ডেশন গোটা মুখে লাগিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন! photo source collected
advertisement
4/7
এবার কনসিলার নিয়ে চোখের তলে, পাতার উপরে, নাকের উপরে এবং চিকবোনসের উপরে এবং যেসব জায়গায় দাগ আছে সেখানে লাগান। তারপর ভাল করে পাফ বা ব্রাশ দিয়ে মুখে মিশিয়ে নিন! এরপর কন্টোর কালার নিয়ে চিকবোন, নাকের দুপাশে ও থুতনিতে লাগিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন! photo source collected
advertisement
5/7
এরপরে ব্লাশ নিন ক্রিম বা পাওডার বেস যেকোনও একটা ব্যবহার করতে পারেন! ভাল করে গালে লাগিয়ে মিশিয়ে দিন। নাকের ডগার কাছেও লাগান। এর পর চোখের মেক-আপ করে নিন আপনি যেমন চান। হালকা রঙের আইশ্যাডো লাগাবেন! তবে আইব্রো কালার করতে ভুলবেন না! photo source collected
advertisement
6/7
এর পরে সামান্য পাওডার বেস হাইলাইটার নিয়ে থুতনি, চিকবোনস ও চোখের কোনে, নাকে লাগিয়ে এটাও ভাল করে ত্বকের সঙ্গে মিশিয়ে দিতে হবে! এবার ঠোঁটে একটু ফাউন্ডেশন লাগিয়ে নিন। মেক-আপের শুরুতেই লাগিয়ে রাখবেন ফাউন্ডেশন। এবার তার উপরে নিজের পোশাকের সঙ্গে মিলিয়ে বা পছন্দ মতো লিপস্টিক লাগিয়ে নিন! গোটা দিন উঠবে না লিপস্টিক! photo source collected
advertisement
7/7
সব শেষে মেক-আপ সেট পাওডার নিয়ে হালকা করে লাগিয়ে নিন। ব্যস এবার যে পোশাক ইচ্ছে পরে নিন। চুল বাঁধুন অথবা খুলে রাখুন আপনিই পুজোর সেরা সুন্দরী। এই পদ্ধতি মেনে মেক-আপ করলে সকাল থেকে রাত মেক-আপ থাকবে একদম পারফেক্ট! শুনতে অনেক সময়ের মনে হলেও এই গোটা মেক-আপ করতে সময় লাগবে মাত্র দশ মিনিট!photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
10 Minutes Makeup Tips: সকাল থেকে রাত মেক-আপ থাকবে পারফেক্ট! গলে যাবে না! জানুন দশ মিনিটের সহজ টিপস!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল