Healthy Lifestyle Tips: ভুলেও অনলাইনে আনাবেন না এই কয়েকটি খাবার, পরে কিন্তু পস্তাতে হবে...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Healthy Lifestyle Tips: সময় পেলেই আমরা অনলাইনে খাবার অর্ডার করে খেতে থাকি। কিন্তু আপনার কী জানেন কয়েকটি খাবার অনলাইনে অর্ডার করা একেবারেই উচিত না।
advertisement
1/7

সময় পেলেই আমরা অনলাইনে খাবার অর্ডার করে খেতে থাকি। কিন্তু আপনার কী জানেন কয়েকটি খাবার অনলাইনে অর্ডার করা একেবারেই উচিত না।
advertisement
2/7
মুখরোচক এবং লোভনীয় ফ্রেঞ্চ ফ্রাই কে না ভালবাসে। কিন্তু এটি অনলাইনে না আনানোই ভাল। কারণ সময়ের সঙ্গে সঙ্গে এটি মিইয়ে যেতে পারে।
advertisement
3/7
একই কথা প্রযোজ্য চিপস এবং নাচোসের ক্ষেত্রে। সময়ের সঙ্গে কিন্তু মিইয়ে যেতে পারে এটিও।
advertisement
4/7
আইসক্রিম যত তাড়াতাড়িই আনা হোক না কেন এটি কিন্তু একটু হলেও গলবে। গরমকালে তো বটেই শীতকালেও কিন্তু একই সমস্যা হতে পারে।
advertisement
5/7
ঘটনাটি কেউ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়।
advertisement
6/7
আপনি অনলাইনে গ্রিলড স্যান্ডুইচ আনাতেই পারেন। কিন্তু এটা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু একই রকম থাকবে না
advertisement
7/7
আপনি যদি গ্রেভি আর নুডলস আলাদা পাত্রে আনান, তাহলে ঠিকাছে। কিন্তু অর্ডার করা আইটেম একই পাত্রে আনলে সেই গ্রেভি নুডলসের স্বাদ কিন্তু বদলে যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle Tips: ভুলেও অনলাইনে আনাবেন না এই কয়েকটি খাবার, পরে কিন্তু পস্তাতে হবে...