Spy Jyoti in Kolkata: পার্ক সার্কাসে নামী রেস্তরাঁয় ভোজন! হাওড়া, কলকাতা স্টেশন-সহ একাধিক স্পটে ‘রেকি’! পাকিস্তানের গুপ্তচর ইউটিউবার জ্যোতি ১ বছরে ৩ বার এই শহরে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Rounak Dutta Chowdhury
Last Updated:
Spy Youtuber Jyoti in Kolkata: গোয়েন্দারা জানাচ্ছেন, গত ১ বছরে ৩ বার কলকাতায় এসেছেন পাকিস্তানের গুপ্তচর জ্যোতিরানি মালহোত্রা৷ বাংলাদেশ থেকে মৈত্রী এক্সপ্রেসে কলকাতায় এসেছিলেন এই ইউটিউবার
advertisement
1/7

তদন্ত যত এগোচ্ছে, ততই যেন পেঁয়াজের খোসার মতো পরতে পরতে খুলে যাচ্ছে গুপ্তচর ইউটিউবার জ্যোতিরানি মালহোত্রার দুষ্কর্ম৷ এই গুপ্তচরের রেকি-পর্বের হাত থেকে রেহাই পায়নি বাংলা তথা কলকাতাও৷
advertisement
2/7
গোয়েন্দারা জানাচ্ছেন, গত ১ বছরে ৩ বার কলকাতায় এসেছেন পাকিস্তানের গুপ্তচর জ্যোতিরানি মালহোত্রা৷ বাংলাদেশ থেকে মৈত্রী এক্সপ্রেসে কলকাতায় এসেছিলেন এই ইউটিউবার৷
advertisement
3/7
জ্যোতির ইউটিউব চ্যানেলে একাধিক ভিডিও ব্লগ বা ভ্লগ আছে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বিভিন্ন এলাকা৷
advertisement
4/7
ট্রেন থেকে নেমে কলকাতা স্টেশনের রেকি করেন জ্যোতি৷ ১১ মাস আগেই কলকাতায় ঘুরেছেন জ্যোতি৷
advertisement
5/7
হাওড়া ষ্টেশন,পার্ক সার্কাস-সহ একাধিক জায়গা ঘুরে বেড়ান জ্যোতি৷ তাঁর সফরসঙ্গী ছিলেন আর এক ইউটিউবার সৌমিত ভট্টাচার্য৷
advertisement
6/7
পার্ক সার্কাসের একটি অভিজাত দোকানে খেতেও যান জ্যোতি। এর পর শিয়ালদহ থেকে দুরন্ত এক্সপ্রেসে করে দিল্লি ফেরত যান।
advertisement
7/7
দুরন্ত এক্সপ্রেসে দিল্লি পর্যন্ত সেই যাত্রায় এক সেনা অফিসারের সঙ্গে পাশাপাশি বসে সফর করেন জ্যোতি৷ চ্যানেলে পোস্ট করা ভিডিওতে সেরকমই দাবি করেন এই ইউটিউবার তথা ট্র্যাভেল ভ্লগার৷