Yellow Taxi | Electronic Vehicle: এবার কি গ্রিন হচ্ছে কলকাতার ইয়েলো ট্যাক্সি! নতুন করে কোন বদলের ইঙ্গিত?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এদিকে, সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন। তবে জানিয়েছেন, এক্ষেত্রে, ইলেকট্রনিক ভেহিকল ইঞ্জিন বসানো অবশ্যই একটি খরচ সাপেক্ষ বিষয়।
advertisement
1/7

হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া, ট্রামলাইন,গড়ের মাঠের মতোই কলকাতা শহরের অন্তম আইকনিক বিষয় হল এই শহরের হলুদ ট্য়াক্সি। কাঁচা হলুদ রঙ করা অ্যাম্বাসেডর গাড়ি মানেই প্রিয় কলকাতা। প্রিয় শহরের সেই অতি পরিচিত ছবিটা কি এবার বদলে যেতে চলেছে? সরকারের নতুন সিদ্ধান্ত উস্কে দিচ্ছে তেমনই জল্পনা।
advertisement
2/7
কলকাতার গণমাধ্যমের অন্যতম ভরসা হল এই হলুদ ট্যাক্সি। তবে, এখন অ্যাপ ক্যাপের জমানায় আর ডিজেলের ক্রমবর্ধমান দামের চাপে যে হলুদ ট্যাক্সি অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে, সে কথা বলাই যায়। তাছাড়া, হলুদ ট্যাক্সি প্রস্তুতকারী সংস্থা হিন্দুস্থান মোটরস-এও তালা পড়েছে। আর তৈরি হয় না ওই গাড়ি। তাই যে সমস্ত হলুদ ট্যাক্সি এখনও পর্যন্ত কলকাতার বুকে ঘুরে বেড়াচ্ছে, তার পুরনরুজ্জীবনের জন্যে বিশেষ ভাবনাচিন্তা শুরু করেছে রাজ্য প্রশাসন।
advertisement
3/7
জানা গিয়েছে, যে সমস্ত হলুদ ট্যাক্সি ১৫ বছরেরও বেশি পুরনো, যা শহরের দূরণের কারণ হচ্ছে, এবার তার খোল নোলচেটাই বদলে ফেলা হবে। সেগুলিকে বদলে দেওয়া হবে ইলেকট্রিক যানবাহনে। হলুদ ট্যাক্সি হয়ে উঠলে দূষণ হীন 'গ্রিন ট্যাক্সি'। ডিজেল চালিত ইঞ্জিনের বদলে বসবে ইলেকট্রনিক ইঞ্জিন।
advertisement
4/7
জানা গিয়েছে, সম্প্রতি, ব্রিটেন এবং ভারত সরকারের উদ্যোগে অ্যাক্সিলারেটিং স্মার্ট পাওয়ার অ্যান্ড রিনিউয়েবেল এনার্জি ইন ইন্ডিয়া (ASPIRE) প্রোগ্রামের অধীনে একটি ওয়ার্কশপ আয়োজিত হয়েছিল এই শহরে। সেখানে রাজ্যের বিদ্যুৎ সচিব এস সুরেশ কুমার জানিয়েছেন, কলকাতার আইকনিক হলুদ ক্যাবগুলিতে ইভি ইঞ্জিন (ইলেক্ট্রনিক ভেহিকল) বসানো হবে। ফলে গাড়িগুলি আরও বেশি দিন কলকাতার বুকে ঘুরে বেড়াতে পারবে।
advertisement
5/7
বিদ্যুৎ সচিবের কথায়, "আমরা চাই ইভি সংস্থাগুলি বাংলার মাটিতে কারবার শুরু করুক। আর পরিবেশবান্ধব পরিস্থিতি গড়ে তুলুক।" প্রসঙ্গত, ২০২৫ সালে প্রায় আড়াই হাজার ডি এবং ই–সিরিজের অ্যাম্বাসেডর বাতিলের তালিকায় ঢুকে পড়বে। সেই কারণেই কি তবে এই উদ্যোগ?
advertisement
6/7
বিদ্যুৎ সচিবের কথায়, 'খুব শীঘ্রই ইভি বন্ধু অ্যাপ চালু করা হবে। আর রাজ্যে ২০০টি ইভি চার্জিং স্টেশন তৈরি হবে বলে জানিয়েছেন তিনি।
advertisement
7/7
এদিকে, সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন। সংগঠনের যুগ্ম সচিব সঞ্জীব রায় বলেন, "এটা খুব ভাল খবর যে ডিজেল চালিত ট্যাক্সিতে নতুন করে ইভি ইঞ্জিন লাগানো যাবে। এখানে খরচ একটা বড় বিষয়। যদি বেশি খরচ হয় তাহলে অবশ্য চালকরা তা বাতিলের পথেই হাঁটবেন।"