Weather in West Bengal: এক ধাক্কায় তাপমাত্রা নামল ৩ ডিগ্রি, বঙ্গের শীত নিয়ে হাওয়া অফিসের জরুরি ঘোষণা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Weather in West Bengal: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়া, পরিষ্কার আকাশ। পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা।
advertisement
1/5

শীত এলো বাংলায়। কলকাতার তাপমাত্রা শেষমেশ ১৫ ডিগ্রির ঘরে। আগামী কয়েক দিন একইরকম থাকবে পরিস্থিতি। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তুরে হাওয়া, পরিষ্কার আকাশ। পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা।
advertisement
2/5
কিন্তু সেই বাধা কেটে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন বজায় থাকবে ঠান্ডা আবহাওয়া। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও নামবে বলেও জানানো হয়েছে।
advertisement
3/5
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা ৩ ডিগ্রির বেশি নামল।
advertisement
4/5
পৌষের শুরুতেই জাঁকিয়ে শীতের পূর্বাভাস। উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে ৫ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। সোমবারই এ বছরের এখনও অবধি শীতলতম দিন। বাংলায় একটু দেরি হলেও উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে ইতিমধ্যেই জাঁকিয়ে বসেছে শীত।
advertisement
5/5
হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘণীভূত হওয়া নিম্নচাপ বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বাড়িয়েছিল। যার জেরে আকাশে মেঘ থেকেছে ভালোই। স্তব্ধ হয়েছিল উত্তুরে হাওয়ার গতিপথ। সেই কারণে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ছিল বেশি।